বিদায় সংবর্ধনা ও বন্ধু সম্মাননা

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার কার্যকরী কমিটি ২০২৩-এর বিদায় সংবর্ধনা ও বন্ধু সম্মাননা
ছবি: বন্ধুসভা

বন্ধুসভার বন্ধুরা মানবিক মানুষ। একাডেমিক পড়াশোনার পাশাপাশি মানুষকে বিভিন্ন সময়ে সাহায্য করা, শীতকালে শীতবস্ত্র বিতরণ, বন্যায় ত্রাণ বিতরণ, পরিবেশ রক্ষায় নানামুখী পদক্ষেপ বন্ধুদের অন্যদের থেকে এগিয়ে রাখে। ভবিষ্যতেও তাঁরা এই সফলতা বজায় রাখবেন বলে আশা করি, বলছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা মো. রাকিবুল ইসলাম।

৯ ডিসেম্বর সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার কার্যকরী কমিটি ২০২৩-এর বিদায় সংবর্ধনা ও বন্ধু সম্মাননা অনুষ্ঠিত হয়। রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সভাপতি শাহাবুদ্দীন আহমেদ। এ সময় তিনি সারা বছরের উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরেন।

অর্থ সম্পাদক রহিমা সিদ্দিকী ও জেন্ডার সমতা সম্পাদক তাবাসসুম জান্নাতের সঞ্চালনায় সাধারণ সম্পাদক সুমাইয়া জেসমিন তাঁর বক্তব্যে কমিটির বিভিন্ন সময়ের স্মৃতি তুলে ধরেন ও পরবর্তী কমিটির জন্য শুভকামনা ব্যক্ত করেন।

আলোচনা পর্ব
ছবি: বন্ধুসভা

উপদেষ্টা সাদেকুল আরেফিন বলেন, বন্ধুসভার বন্ধুরা ভালোর সঙ্গে থাকে। ভালো কাজ আত্মবিশ্বাসী হতে শেখায়, যা ক্যারিয়ার গঠনে ইতিবাচক প্রভাব ফেলে। সব সময় ভালো কাজের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ তথা বিশ্বকে এগিয়ে নিতে বন্ধুসভার বন্ধুদের কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা বন্ধুদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সেরা পাঠক ক্যাটাগরিতে তুহিনূজ্জামান, শফিকুল ইসলাম ও আয়েশা সিদ্দিকা। আহ্বায়ক ক্যাটাগরিতে সম্মাননা পান রহিমা সিদ্দিকী, তাবাসসুম জান্নাত, তুহিনূজ্জামান, শফিকুল ইসলাম ও সোহেল হাসান। সেরা বন্ধু নির্বাচিত হন হাসিবুল ইসলাম। পরে কমিটির অন্য সদস্য ও উপদেষ্টাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

এ সময় রাবি বন্ধুসভার সাবেক সভাপতি মোশাররফ হোসেন, তারিফ হাসান, সুরুজ সর্দার, সাবেক সাধারণ সম্পাদক শাদমান সাকিবসহ অর্ধশতাধিক বন্ধু উপস্থিত ছিলেন।

সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা