মুনীর চৌধুরীর ঐতিহাসিক নাটক ‘রক্তাক্ত প্রান্তর’ নিয়ে পাঠচক্রের আসর করেছে দিনাজপুর বন্ধুসভা। ২১ জুন বিকেলে প্রথম আলো দিনাজপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়।
পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমি নিয়ে লেখা ‘রক্তাক্ত প্রান্তর’ মুনীর চৌধুরীর এক অনবদ্য সৃষ্টি। নাটকটিতে একটু দৃষ্টিপাত করলেই দেখতে পাই যুদ্ধের ভয়াবহতা, হিন্দু-মুসলিমের চরম বিদ্বেষ আর তার ফলাফল উভয় পক্ষের ব্যাপক ক্ষতিসাধন। নাটকটির প্রতিটি চরিত্র আমাদের নানাবিধ শিক্ষার প্রকাশ ঘটিয়েছে। ভালোবাসা আর বিবেকের যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, তা ইব্রাহীম কার্দি ও জোহরার প্রেমে চমৎকারভাবে তুলে ধরেছেন লেখক।
‘মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়।’
‘এই শিবিরে তোমার আমার মাঝখানে আমার পিতার লাশ শুয়ে আছে। আমি তোমার কাছে এগোব কী করে?’
‘মানুষের রক্ত মানুষে খায়, খেয়ে মাতাল হয়, মাতাল হয়ে উৎসবে মেতে ওঠে।’
এমন কালজয়ী সংলাপ ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকটিকে আরও স্মরণীয় করে রেখেছে।
পাঠচক্রের শেষে পুরো নাটকটির প্রেক্ষাপট ও এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রথম আলো দিনাজপুর প্রতিনিধি শৈশব রাজু। তিনি বলেন, ‘আজকে আমরা চমৎকার একটি পাঠচক্র করলাম। বর্তমান সময়ে ইসরায়েল–ইরান যুদ্ধের কথা সবাই জানি; কিন্তু বাস্তবতা কতটা ভয়াবহ তা সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারি না। “রক্তাক্ত প্রান্তর” পড়ে আমরা যুদ্ধ সম্পর্কে একটি সম্যক ধারণা লাভ করতে পারলাম।’
পাঠচক্র শেষে দিনাজপুর বন্ধুসভার এইচএসসি পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে তাঁদের হাতে উপহারসামগ্রী তুলে দেন বন্ধুরা। পরীক্ষার্থীদের উদ্দেশে শৈশব রাজু বলেন, ‘তোমাদের জন্য বন্ধুসভা সব সময় শুভকামনা জানায়। তোমরা জীবনে সর্বোচ্চ সাফল্য লাভ করো, এই কামনা করি।’
সভাপতি শবনম মুস্তারিন নতুন বন্ধুদের উদ্দেশে বলেন, ‘বন্ধুসভা এমন একটি মঞ্চ, যেখানে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সবার জন্য একই সঙ্গে কাজ করে আসছে বছরের পর বছর। এখান থেকে নিজের এবং সমাজের উন্নয়নকল্পে কাজ করে থাকে।’
সাধারণ সম্পাদক সুদর্শন চন্দ্র অধিকারী বলেন, ‘পাঠচক্র শুধু একটি বই নিয়ে গোল করে পড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, একটি পাঠচক্রের মাধ্যমে আমাদের নানাবিধ আত্মিক উন্নয়ন ঘটে।’
নতুন বন্ধুদের অনুভূতি প্রকাশকালে বন্ধু প্রিথা সরকার বলেন, ‘বন্ধুসভার কথা পত্রিকায় অনেক দেখেছি আর বন্ধুবান্ধবীদের কাছে শুনেছি। আজকে যু্ক্ত হতে পেরে ভীষণ ভালো লাগছে। সুন্দর একটি বিকেল কাটালাম।’
সহসভাপতি, দিনাজপুর বন্ধুসভা