‘জীবনের মূল্য আছে, মূল্য দিতে শিখুন। সবকিছু শেষ করে দেওয়ার আগে নিজেকে আরেকবার সুযোগ দিন। জীবনে কিছু না পাওয়ার চেয়ে, সামান্য কিছু পাওয়াই হবে সফল ও সার্থকতা। নিজেকে মূল্য দেওয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ, তা বুঝতে পেরেছি যখন মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি এবং জীবনকে উপভোগ করতে শিখেছি’, বলছিলেন এমসি কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসনুবা মারিয়াম। কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
মানসিক অসুস্থতার কারণে বাংলাদেশের ১৩ থেকে ১৯ বছর বয়সের অসংখ্য কিশোর-কিশোরী আত্মহত্যার মতো জঘন্য অপরাধ করতে দ্বিধাবোধ করছে না। ২০২৩ সালের মানসিক স্বাস্থ্য অধিদপ্তরের সমীক্ষা অনুযায়ী, ৫১৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে নারী শিক্ষার্থী সবচেয়ে বেশি।
বিষয়টি নিয়ে সচেতন করতে মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধমূলক সেমিনার করেছে এমসি কলেজ বন্ধুসভা। ২৯ অক্টোবর বেলা ১১টায় কলেজের কলাভবনের ১০১ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশে আমন্ত্রণ জানালে তাসনুবা মারিয়াম কীভাবে আত্মহত্যা থেকে ফিরে এসেছিলেন তা সবার সঙ্গে শেয়ার করেন। বন্ধুসভার উপদেষ্টা দিলীপ চন্দ্র রায় তাঁকে পুরস্কৃত করে বলেন, তাসনুবার মতো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও আত্মহত্যা থেকে ফিরে আসতে আজকের আয়োজন যুগোপযোগী।
দেড় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সেমিনারটি পরিচালনা করেন এমসি কলেজের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবদুর রাজ্জাক। শিক্ষার্থী ছাড়াও অংশ নেন সিলেট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরা।
সেমিনার শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজে বিজয়ীরা হলেন সুজন দেবনাথ, দ্বীপ তালুকদার ও সুস্মিতা গোস্বামী। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ, উপাধ্যক্ষ মো. আকমল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক তোফায়েল আহাম্মদ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন, বন্ধুসভার উপদেষ্টা সাগর বিশ্বাস, সুজন তালুকদার, নিকসন দাস, সিলেট বন্ধুসভার সভাপতি সমীর বৈষ্ণব, বৃক্ষবন্ধু সিকান্দার শাকিরসহ এমসি কলেজের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
সমাপনী বক্তব্য দেন সভাপতি সুমন মিয়া। ব্যবস্থাপনায় ছিলেন স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আহমেদ হাসান। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক লিমা তালুকদার।
স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক, এমসি কলেজ বন্ধুসভা