বিজ্ঞানচর্চাই হতে পারে কুসংস্কারের নিবারক

দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গণে দিনাজপুর বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

মানুষ তার উৎপত্তি তথা পৃথিবীর শুরু থেকে ক্রমবিকাশ কীভাবে ঘটেছে, তা জানার চেষ্টা করছে বহুকাল। সেই চেতনা থেকেই দিনাজপুর বন্ধুসভার বন্ধুরা বিজ্ঞানচর্চা করেন বই পাঠের মাধ্যমে। বিজ্ঞানচর্চাই হতে পারে কুসংস্কারের নিবারক।

১৩ সেপ্টেম্বর ‘প্রাচীন বিশ্বে বিজ্ঞান ও বিজ্ঞানচর্চা’ বই নিয়ে পাঠের আসর করে দিনাজপুর বন্ধুসভা। বিকেলে দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। বইটি লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ।

লেখক বইটির মাধ্যমে পৃথিবীর জন্ম কথা এবং ধারাবাহিকভাবে জীবনের উৎস, মানুষের ক্রমবিকাশ, প্রাগৈতিহাসিক যুগ ও মানুষের বিজ্ঞান চেতনা, সভ্যতার যাত্রা ও প্রাচীন মিসরে বিজ্ঞানের বিকাশের কথা তুলে ধরেছেন। এ ছাড়া প্রাচীন রোমে বিজ্ঞানচর্চা প্রভৃতি সভ্যতার জ্ঞান-বিজ্ঞান চমৎকারভাবে তুলে ধরেছেন জ্ঞানপিপাসু মানুষের জন্য।

সাধারণ সম্পাদক সুদর্শন চন্দ্র অধিকারী বলেন, ‘বই আমাদের জ্ঞানের সঞ্চার ঘটায়। তাই আমাদের বইপড়ার অভ্যাস গড়তে হবে এবং ধরে রাখতে হবে। তবেই জীবনে এগিয়ে থাকব।’

যুগ্ম সাধারণ সম্পাদক আরিয়ানা চৌধুরী বলেন, ‘বন্ধুসভা এমনই একটি প্ল্যাটফর্ম, যেখানে আমাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে পারি। আর পাঠচক্র এমনই এক ধারাবাহিক আয়োজন, যেটা আমি ব্যক্তিগতভাবে দারুণ উপভোগ করি। সবার প্রতি আহ্বান রইল, কর্মব্যস্ততা থাকলেও মাসে অন্তত দুটি বই যেন পড়া হয় পাঠচক্রের মাধ্যমে।’

পাঠচক্র সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন সিংহ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুম্মা মেসবাহুনসহ অন্য বন্ধুরা।

তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা