‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ স্লোগানে গাছের চারা রোপণ করেছে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা। ৬ অক্টোবর ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। দিনব্যাপী ক্যাম্পাসের বিভিন্ন স্থান ও আশপাশের এলাকায় রোপণ করা হয়েছে কৃষ্ণচূড়া, নিম, আমলকী, হরীতকী, হাসনাহেনা, শিউলি, বকুল, আম, পেয়ারা, কাঠগোলাপ, জাম, গন্ধরাজ, দেবদারুগাছসহ নানা প্রজাতির অর্ধশত চারা।
কর্মসূচির উদ্বোধন করেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য চিত্তরঞ্জন মিশ্র। তিনি শিক্ষার্থীদের এ উদ্যোগের প্রশংসা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির এস্টেট অফিসার নজরুল ইসলাম, ছাত্রকল্যাণ উপদেষ্টা নাজমুল হক, প্রক্টর সাব্বির হাসান, সিএসই বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও আইটি ডিরেক্টর ইন্দ্রনীল মিশ্র ও বন্ধুসভার উপদেষ্টা গোলাম ক্বাদেমুল এহসান। তাঁরা বন্ধুসভার কাজকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং প্রশংসা করেন।
পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার সভাপতি ফারহানা সুলতানা বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। পরিবেশের উন্নয়ন ও সবুজায়নের জন্য বৃক্ষের ভূমিকা কতটা অপরিসীম, তা জানানো। বন্ধুরা মিলে বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে আসতে পেরেছি। প্রতিটি মানুষেরই উচিত বৃক্ষরোপণ করে পরিবেশকে সবুজে রাঙিয়ে দেওয়া।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার সহসভাপতি সাদিয়া ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুথ চৌধুরী, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আশিক মাহমুদ, প্রচার সম্পাদক মাশফিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক নিগম সেন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মানস প্রতিম মহন্ত, কার্যনিবার্হী সদস্য খালিদ হাসান, সাজ্জাদ হাসান, অভিষেক সরকার, বন্ধু শিহাব হাসান, সাকিব আকন্দ, ছাব্বির রহমানসহ আরও অনেকে।
মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা