রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শ্রেষ্ঠ উপন্যাস সমগ্র’ নিয়ে পাঠচক্র

পার্বতীপুর বন্ধুসভার পাঠচক্র
ছবি: বন্ধুসভা

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবদ্দশায় মোট ১৪টি উপন্যাস রচনা করেছেন। এর মধ্যে ১৩টি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। মাত্র ১৭ বছর বয়সে ‘করুণা’ নামে তিনি একটি উপন্যাস লিখেন। কিন্তু সেটি গ্রন্থাকারে প্রকাশিত না হওয়ায় তাঁর মোট উপন্যাস সংখ্যা ধরা হয় ১৩টি।

গতকাল শুক্রবার রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শ্রেষ্ঠ উপন্যাস সমগ্র’ নিয়ে পাঠচক্র করেছে পার্বতীপুর বন্ধুসভা। বন্ধুরা একে একে বইটির বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেন।

পাঠচক্রে উপস্থিত ছিলেন পার্বতীপুর বন্ধুসভার মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আফিফ হোসেন, ম্যাগাজিন সম্পাদক ইমরুল হাসান, দপ্তর সম্পাদক মনিশা রানী, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মারিয়া জামান, কার্যনির্বাহী সদস্য অর্পিতা দাশ, বন্ধু নাইমুর রহমান, অভিজিৎ রায়, সাইমুজ্জামান সিজান, ফাতেমাতুজ জোহরা প্রমুখ।

সাধারণ সম্পাদক, পার্বতীপুর বন্ধুসভা