মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার দেয়ালিকা উন্মোচন

দেয়ালিকার সামনে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট ‘বঙ্গবন্ধুর স্মরণে’ দেয়ালিকা উন্মোচন করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা।

ইউনিভার্সিটি ক্যাম্পাস প্রাঙ্গণে গত সোমবার দেয়ালিকা উন্মোচন করেন উপ-উপাচার্য শিব প্রসাদ সেন। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী লেখা জমা দেন। তাঁদের মধ্যে দুজনকে সেরা লেখক হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়। তাঁরা হলেন অলিদুর রহমান ও সংগীতি চক্রবর্তী।

বঙ্গবন্ধুর স্মরণে দেয়ালিকা
ছবি: বন্ধুসভা

এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার নজরুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সুরেশ রঞ্জন বসাক, ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, আইন অনুষদের ডিন আশরাফুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন, আইন ও বিচার বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক গাজী সাইফুল হাসান, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মাসুদ রানা, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রমা ইসলাম, উপপরিচালক (জনসংযোগ) সুমনা আজিজ প্রমুখ।

সবাই মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার প্রশংসা করে বলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা বরাবরের মতো ভালো কাজ করে যাচ্ছে। এসবের মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের সৃজনশীল চিন্তাভাবনা কাজে লাগাতে পারছেন নানাভাবে।

সাধারণ সম্পাদক, মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা