‘জ্ঞান অর্জনের জন্য ভ্রমণ একটি উৎকৃষ্ট পন্থা’

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বই নিয়ে পাঠের আসর করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ৬ জুলাই বিকেলে জেলা শহরের শহীদ শাটু হল মার্কেটের ছাদে এটি অনুষ্ঠিত হয়। আলোচক হিসেবে ছিলেন স্কুলশিক্ষক নাজিফা আনজুম।

তাঁর রম্য উপস্থাপনার মধ্য দিয়ে ও বইয়ের কাহিনি শুনে বন্ধুরা হারিয়ে যান ভ্রমণের জগতে। পাঠচক্র থেকে আমরা জানতে পারি, সৈয়দ মুজতবা আলীর গল্পের একটি চরিত্র আবদুর রহমানকে। জানতে পারি বিদেশের নানা সংস্কৃতি বিষয়ে।

উপদেষ্টা ফারুকা বেগম বলেন, ‘জ্ঞান অর্জনের জন্য ভ্রমণ একটি উৎকৃষ্ট পন্থা। এটি প্রমাণিত হলো আজকের এই পাঠচক্রে।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘পড়ালেখার পাশাপাশি তোমাদের দেশের বিভিন্ন ইতিহাস-ঐতিহ্য সম্পর্কিত স্থানগুলো ভ্রমণ করতে হবে। এতে মনের বিকাশ ঘটবে।’

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পাঠের আসর
ছবি: বন্ধুসভা

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন বলেন, ‘বন্ধুসভা একটি সামাজিক প্ল্যাটফর্ম। বন্ধুরা স্বেচ্ছায় কাজের যে দৃষ্টান্ত সৃষ্টি করেন, তা দেশকে ভালোবেসে করেন।’ তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় নিজের ভ্রমণ অভিজ্ঞতা বর্ণনা করেন জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক আলী উজ্জামান নূর। পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা শফিকুল আলম, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসভাপতি মো. আসাদুজ্জামান, সহসাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, স্বাস্থ্য ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জাহিদ হাসান, বন্ধু মাসরুফা খাতুন, আল মাহমুদ, মঈন আলীসহ অন্য বন্ধুরা।

জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা