ভৈরব বন্ধুসভার পাঠচক্রে ‘বন্ধুসভার গঠনতন্ত্র’
‘রাষ্ট্র যেমন চলে সংবিধান অনুযায়ী, তেমনি সংগঠন চলে গঠনতন্ত্র মেনে’, ভৈরব বন্ধুসভার ১৯৬তম পাঠচক্রে এমন মন্তব্য করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা।
১ আগস্ট বিকেলে প্রথম আলো ভৈরব অফিসে অনুষ্ঠিত হয় এই পাঠচক্রের আসর। বিষয় ছিল ‘বন্ধুসভার গঠনতন্ত্র’। পাঠচক্রটি সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস রহমান।
আলোচনায় অংশ নেন জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক মহিমা মেধা, সাংগঠনিক সম্পাদক রাহিম আহমেদ, সাধারণ সম্পাদক এরফান হোসেন, সহসভাপতি তোফাজ্জল হোসেন, কার্যনির্বাহী সদস্য প্রিয়াংকা ও উপদেষ্টা সুমন মোল্লা।
আলোচনায় উঠে আসে বন্ধুসভার গঠনতন্ত্রের মূল বিষয়বস্তু—সংগঠনের পরিচয় ও মূলনীতি, কাঠামো ও নিয়মশৃঙ্খলা, কমিটির দায়িত্ব ও কর্তব্য এবং বন্ধুদের করণীয় ও আচরণবিধি।
দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস রাখা, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক মূল্যবোধ ধারণ করাই বন্ধুসভার গঠনতন্ত্রের অন্যতম মূলনীতি। পাঁচটি অনুচ্ছেদে গঠিত এই গঠনতন্ত্র অত্যন্ত সুসংগত ও সহজবোধ্য।
সভাপতি জান্নাতুল মিশুর সমাপনী বক্তব্যের মাধ্যমে পাঠচক্রের সমাপ্তি ঘটে।
সাধারণ সম্পাদক, ভৈরব বন্ধুসভা