জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম বন্ধুসভার আয়োজন

কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরাছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্ধুসভার উদ্যোগে তৃতীয়বারের মতো আয়োজিত হলো জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতা।

১৫ আগস্ট এটি অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৯৬ জন বন্ধু অংশগ্রহণ করেন। কুইজে বঙ্গবন্ধুকে নিয়ে ২০টি প্রশ্ন ছিল। উত্তর দেওয়ার জন্যে বন্ধুদের সর্বোচ্চ সময় ছিল পাঁচ মিনিট।

চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি সৈয়দ মিনহাজ হোসেন বলেন, ‘শোক দিবস উপলক্ষে অনেকে অনেক ধরনের আয়োজন করে থাকে। আমরা কুইজের মাধ্যমে বঙ্গবন্ধুকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই কুইজের আয়োজন আমরা শুধু জাতীয় শোক দিবসের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। ভবিষ্যতে আরও নানা বিষয়ে কুইজের আয়োজন করা হবে।’

২১ আগস্ট প্রতিযোগিতার সেরা ১০ বিজয়ীকে পুরস্কার হিসেবে মোট ৯৫০ টাকার মুঠোফোন রিচার্জ দেওয়া হয়েছে। বিজয়ীরা হলেন ফাতেমা তুজ জোহরা, রাহিম মাহমুদ চৌধুরী, আবু রায়হান, আমিন উদ্দিন, প্রান্ত বড়ুয়া, আফিয়া আনজুম, ওয়াকিল আহমেদ, রেজাউল করিম, তামজিম আহমেদ ও সুলতানা নাসরিন।

আয়োজনের সমন্বয়ক হিসেবে ছিলেন সাকিব জিশান, সুরাইয়া হোসেন, ঊষা বিনতে হোসাইন এবং মাহির রেজোয়ান।

স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা