মাতৃভাষা দিবসে ডিআইইউ বন্ধুসভার প্রীতি ক্রিকেট ম্যাচ

মাতৃভাষা দিবসে ডিআইইউ বন্ধুসভার প্রীতি ক্রিকেট ম্যাচছবি: বন্ধুসভা

‘স্বাস্থ্যই সকল সুখের মূল। তাই স্বাস্থ্য সুরক্ষায় খেলাধুলার ভূমিকা অপরিসীম। মাতৃভাষার জন্য লড়াকু জাতি যেন মুঠোফোনের আবদ্ধ জীবন থেকে বের হয়ে কায়িক পরিশ্রমের প্রতি ধাবিত হয়, তারই প্রচেষ্টায় নিজেদের মধ্যকার প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরা।’

‘খেলায় হার-জিত নয়, অংশগ্রহণই মুখ্য’ প্রতিপাদ্যে গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই ম্যাচের আয়োজন করা হয়। এদিন সকালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে এটি অনুষ্ঠিত হয়।

আবদুল মুনয়িম সরকারের নেতৃত্বে সভাপতি একাদশ এবং খালিদ হাসানের নেতৃত্বে সাধারণ সম্পাদক একাদশ—এই দুইটি দলে ভাগ হয়ে খেলায় অংশ নেন বন্ধুরা। ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয়ী হয় সাধারণ সম্পাদক একাদশ।

প্রশিক্ষণবিষয়ক সম্পাদক, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধুসভা