ঠাকুরগাঁও বন্ধুসভার পাঠচক্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’

পাঠের আসরে বন্ধুরাছবি: বন্ধুসভা

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘শেষের কবিতা’ উপন্যাস নিয়ে ২৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে পাঠচক্র করেছে ঠাকুরগাঁও বন্ধুসভা। জেলার টাউনক্লাবে পাঠের এ আসর বসে।

ঠাকুরগাঁও বন্ধুসভার সভাপতি আনিছুর রহমান বলেন, ‘মেধার বিকাশে ও ভালো মানুষে পরিণত হতে বই পড়ার গুরুত্ব অত্যধিক।’ সহসভাপতি ফরহাদুল ইসলাম বলেন, ‘আমাদের বই পড়ার ঝোঁক শুধু পাঠচক্রের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। পাশাপাশি নিয়মিত বাসায় পড়ার প্রবণতা ও অভ্যাস বাড়াতে হবে।’

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক ফাহিমা নুসরাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরেফিন আকাশ, সহসাংগঠনিক সম্পাদক আবদুল আখের, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, বন্ধু রোজা, রাবেয়া, আপেল, হাসি, তনামি, তাসফিয়া, মুসকান, অদিতি, পিয়াল ও সুবাইতা।

সাংগঠনিক সম্পাদক, ঠাকুরগাঁও বন্ধুসভা