রাস্তায় শৃঙ্খলা ফেরাতে সারা দেশেই ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত পালাক্রমে তাঁরা এ কাজ করে যাচ্ছেন। জামালপুরে এসব শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে প্রথম আলো বন্ধুসভা।
১১ আগস্ট জেলা শহরের ফৌজদারি এলাকা, পাঁচরাস্তার মোড়, শহীদ হারুন সড়ক, বকুতলতলা ও দয়াময়ী মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের মধ্যে বিশুদ্ধ পানি ও শুকনা খাবার বিতরণ করেছে জামালপুর বন্ধুসভা। বন্ধুদের এ কার্যক্রমকে সাধুবাদ জানান সাধারণ শিক্ষার্থীরা।
কার্যক্রমে অংশগ্রহণ করেন উপদেষ্টা নাজুমুল হাসান, সভাপতি ডা. জাকারিয়া জাকি, সহসভাপতি ডা. কাভি সেকান্দার আলম, সাখাওয়াত হোসেন, মাসুদ সরকার, সহসাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মাহমুদুল হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাহিদ হাসান, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক জান্নাতুল নাঈম, কার্যনির্বাহী সদস্য জিনেদীন জিদান, বন্ধু মাসুদ হাসান, সাজ্জাদ হোসেন, রুবেল আকন্দ, রাসেল মিয়া, বিজয় হাসান, বায়েজিদ হাসান, নাহিদ হাসান, সামিতা তাবাস্সুম, শ্রাবন্তীসহ আরও অনেকে।
বন্ধু, জামালপুর বন্ধুসভা