চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে শুকনা খাবার বিতরণ

ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে শুকনা খাবার বিতরণছবি: বন্ধুসভা

দেশে সরকার পতনের পর শুরু হয় এক অস্থিতিশীল অবস্থা। সেই অচলাবস্থা কাটাতে এগিয়ে আসেন শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। তাঁরা রাস্তার আবর্জনা সরানো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম করেন। পরিচালনা করছেন ট্রাফিকের দায়িত্বও। রোদ-বৃষ্টি উপেক্ষা করে এখনো বিনা পারিশ্রমিকে দিনব্যাপী কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধুরা। বন্ধুরা যেমন ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন, তেমনি পরিচ্ছন্নতার কাজেও অংশ নেন। পাশাপাশি ৯ আগস্ট শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন বিস্কুট, জুস, পানিসহ শুকনা খাবার।

ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে শুকনা খাবার বিতরণ
ছবি: বন্ধুসভা

বিকেল চারটায় চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে দায়িত্বরত ট্রাফিক বন্ধুদের খাবার দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর বাতেন খাঁ মোড়, শান্তিরমোড় ও বিশ্বরোড মোড়ে গিয়ে খাবার বিতরণ করা হয়। এদিন ৬৬ জনের মধ্যে খাবার বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম, প্রশিক্ষণ সম্পাদক সাঈদ মাহমুদ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, বন্ধু রামিজ আহমেদ, আল মাহমুদ, মঈন আহমেদ, আবদুর রাহিম, নাফিউল ইসলামসহ অন্য বন্ধুরা।

সভাপতি আরাফাত মিলেনিয়াম বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে রোদ, তাপ, বৃষ্টিসহ নানা প্রতিকূলতা উপেক্ষা করে মানুষের সেবায় সারাদিন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাঁদের একটুখানি প্রশান্তি দিতেই বন্ধুসভার এই উদ্যোগ। তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে আমাদের সোনার বাংলাদেশ।’

জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা