পীরগঞ্জ বন্ধুসভার একটি ভালো কাজ
প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ বন্ধুসভা। ৩০ অক্টোবর টাঙ্গন নদের গা ঘেঁষে গড়ে ওঠা বন বিভাগের সংরক্ষিত শালবনে এ কর্মসূচি পালন করা হয়।
এদিন বন্ধুরা শালবনে পড়ে থাকা প্লাস্টিকের পানির বোতল, ওয়ানটাইম প্লেট, ওয়ানটাইম কাপ, কোমল পানীয়র বোতল, চিপসের প্যাকেটসহ যত্রতত্র ফেলে রাখা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পরে সেগুলো বস্তায় ভরে নির্দিষ্ট স্থানে ফেলা হয়।
কার্যনির্বাহী সদস্য, পীরগঞ্জ বন্ধুসভা