‘পোস্টমাস্টার’ রবীন্দ্রনাথের অন্যতম সার্থক ছোটগল্প

বশেমুরবিপ্রবি বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘পোস্টমাস্টার’ নিয়ে পাঠের আসর করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২ জুন এটি অনুষ্ঠিত হয়।

‘পোস্টমাস্টার’ রবীন্দ্রনাথের অন্যতম সার্থক ছোটগল্প। কেন্দ্রীয় চরিত্র পোস্টমাস্টার, আর তার সঙ্গে রয়েছে বারো-তেরো বছরের বালিকা রতন। গল্পে কলকাতা থেকে অজপাড়াগাঁয়ের পোস্ট অফিসে কাজ করতে আসা পোস্টমাস্টারের প্রতি এক অসহায় অনাথ গ্রাম্য-বালিকার সহজ–সরল অথচ গভীর অনুভূতি প্রকাশ পেয়েছে। পোস্টমাস্টারের কাজ ছেড়ে চলে যাওয়ার সময় বালিকার মনের অব্যক্ত আর্তি রবীন্দ্রনাথ এক মর্মস্পর্শী ও সকরুণ কাব্যধর্মিতায় মণ্ডিত করেছেন। লেখক সুনিপুণ দক্ষতায় তাদের মধ্যে এক সুগভীর আত্মার বন্ধন তৈরি করেছেন।

পোস্টমাস্টার বদলি হয়ে অন্য জায়গায় যাওয়ার সময় পাঠক আবার লেখকের নতুনরূপ দর্শন করে। এ ক্ষেত্রে রবীন্দ্রনাথের দর্শন হচ্ছে পৃথিবীতে কেউ কারও নয়, সময়ের ব্যবধানে প্রত্যেকে একে অপরকে ছেড়ে চলে যাবে। তাই তো পোস্টমাস্টার চলে যাওয়ার সময় বলে, ‘ফিরিয়া ফল কী। পৃথিবীতে কে কাহার।’ এ কথা যেন রবীন্দ্রনাথেরই কথা, তাঁর জীবনদর্শন। রতন, পোস্টমাস্টারের বিচ্ছেদে আকুল। তার প্রেমকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা পাঠক হৃদয়জুড়ে থেকে যাবে অনন্ত সময়।

গল্পের শেষে দেখা যায়, পোস্টমাস্টার নৌকায় উঠে রতনের কথা ভেবে এবং তার করুণ মুখচ্ছবি মনে করে বিচলিত হয়। রতনের কাছে ফিরে যাওয়ার ভাবনা আসে। পোস্টমাস্টারের মনে লুকিয়ে থাকা প্রেমের প্রকাশ ঘটে। যদিও নৌকা ঢের এগিয়েছে ততক্ষণে। স্বল্প পরিসরে দুজন নর-নারীর নিভৃত মনের সংযোগ ও ঘটনাচক্রে করুণ পরিসমাপ্তি অতি সহজ ও সাবলীল ভঙ্গিতে তুলে ধরেছেন রবীন্দ্রনাথ।

‘পোস্টমাস্টার’ গল্পের বিষয়বস্তু তুলে ধরেন বন্ধু নিশাত তৃশা। বশেমুরবিপ্রবি বন্ধুসভার সভাপতি আলাউল হক বলেন, ‘জ্ঞানার্জনে বই পড়ার বিকল্প নেই। তাই আমাদের বন্ধুসভার সাপ্তাহিক পাঠচক্র আয়োজন তরুণ বইপ্রেমীদের ও লেখকদের উৎসাহ প্রদান করবে। বেশি বেশি বই পড়ার অনুভূতি জাগাবে।’

সাধারণ সম্পাদক রাতুল হাসানের সঞ্চালনায় পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সালমান সারওয়ার, প্রচার সম্পাদক শামীম আহামেদ, দপ্তর সম্পাদক শাফায়েতুল্লাহ, বইমেলা সম্পাদক আরিফুল ইসলাম, ম্যাগাজিন সম্পাদক সম্পা খানমসহ অন্য বন্ধুরা।

বন্ধু, বশেমুরবিপ্রবি বন্ধুসভা