বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই নিয়ে পাঠচক্র

রাঙ্গুনিয়া বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: প্রথম আলো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া বন্ধুসভা। ৮ জুলাই সকালে উপজেলার উত্তর রাঙ্গুনিয়া উচ্চবিদ্যালয় মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

প্রশ্নোত্তর পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ
ছবি: প্রথম আলো

বইটি নিয়ে আলোচনা করেন মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক তাহসিন কোরেশী। পাঠচক্র শেষে ‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শিক্ষার্থীরা। শেষে বিজয়ী সেরা পাঁচজনকে পুরস্কার দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া বন্ধুসভার উপদেষ্টা মঈনুল ইসলাম মাহমুদ, প্রথম আলোর প্রতিনিধি আব্বাস হোসাইন, রাঙ্গুনিয়া বন্ধুসভার সভাপতি মোরশেদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাঈল হোসেন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইদ্রিস চৌধুরীসহ উত্তর রাঙ্গুনিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।