ভৈরব বইমেলায় ‘ভৈরব বন্ধুসভা বইঘর’

ভৈরব বন্ধুসভা বইঘর স্টলে বন্ধুরাছবি: বন্ধুসভা

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আট দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। ১৭ ফেব্রুয়ারি ভৈরববাজার রাজকাছারি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক গোলাম কুদ্দুছ। মেলা চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মহান ভাষা আন্দোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে বইমেলা কর্তৃপক্ষ ২৭ বছর ধরে ভৈরবে বইমেলা আয়োজন করে আসছে।

বইমেলায় প্রতিবারের মতো ভৈরব বন্ধুসভার বন্ধুরা ‘ভৈরব বন্ধুসভা বইঘর’ নামে স্টল দিয়েছেন। সায়েন্স ফিকশন, কথাসাহিত্য, থ্রিলার, রোমান্স, রাজনৈতিক, ছোটদের কমিক, কবিতা, আত্মোন্নয়নমূলক বইসহ নানা ধরনের বই পাঠকের চাহিদার কথা মাথায় রেখে স্টল সাজিয়েছেন বন্ধুরা। এ ছাড়া রয়েছে প্রথমা প্রকাশনসহ নামীদামি লেখকের বই। একই সঙ্গে রাখা হয় নতুন বন্ধু সংগ্রহ।

বন্ধু মিশু ও মেধা স্টল সজ্জার কাজ করতে গিয়ে বলেন, প্রতিবছর অপেক্ষায় থাকি, কখন বইমেলা আসবে। খুবই ভালো লাগে বইমেলায় স্টলে কাজ করতে।

ক্রেতা-বিক্রেতা ও লেখকদের নিয়ে প্রতিদিন ভৈরব বন্ধুসভার ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার করা হচ্ছে। প্রথম দিন লাইভ সঞ্চালনা করেন কার্যনির্বাহী সদস্য রিফাত হোসেন।

সভাপতি প্রিয়াংকা বলেন, ‘বইমেলা আমার কাছে বিশেষ ভালো লাগার জায়গা। প্রতিবছর এই দিনে ফাগুনের হাওয়ায় বইয়ের ঘ্রাণে মন ভরে ওঠে। আশা করছি, বাকি দিনগুলো সবাই প্রাণোচ্ছলভাবে কাটাতে পারব।’

সাধারণ সম্পাদক মানিক আহমেদ জানান, পাঠকের চাহিদার কথা মাথায় রেখে সব ধরনের বই নিয়ে স্টল সাজানো হয়েছে।

বইমেলায় পাঠকের কাছে ভৈরব বন্ধুসভা স্টলের আলাদা চাহিদা তৈরি হয়েছে
ছবি: বন্ধুসভা

বেশ কয়েক বছর ধরে বইমেলায় ভৈরব বন্ধুসভা স্টলের আলাদা চাহিদা তৈরি হয়েছে। পাঠকেরা তাঁদের কাঙ্ক্ষিত বইটি খুঁজে নিতে বন্ধুসভা বইঘরে প্রতিদিন একবার হলেও উঁকি দেন। পাঠক শাহরিয়ার জিসান বলেন, ‘বন্ধুসভা বইঘরকে এখন আপন ঘরের মতোই মনে হয়। দীর্ঘ ছয় বছর ধরে এখান থেকে বই নিই।’

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা জানান, রুচিশীল পাঠকদের জন্য সৃজনশীল বইয়ের জোগান দিচ্ছে বন্ধুসভা বইঘর।

প্রথম দিন উপস্থিত ছিলেন উপদেষ্টা ওয়াহিদা আমিন, সভাপতি প্রিয়াংকা, সহসভাপতি সামিয়া সিদ্দিকী, সাধারণ সম্পাদক মানিক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এরফান হোসেন, তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক আনাস খান, প্রশিক্ষণ সম্পাদক মহিমা মেধা, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, দপ্তর সম্পাদক জিহাদ খান, বন্ধু নাহিদ হোসাইন, জান্নাতুল মিশু, স্নিগ্ধা ও লামিসা।

বইমেলা সম্পাদক, ভৈরব বন্ধুসভা