‘সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই হতে পারে পরিবেশ সুরক্ষা’

দিনাজপুর বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

আমাদের আশপাশে যা কিছু আছে, তা নিয়েই পরিবেশ। বেঁচে থাকার জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সুন্দর পরিবেশ আমাদের জীবনকে আরও সুন্দর ও স্বাচ্ছন্দ্য করে তোলে।

১৯৭৪ সাল থেকে প্রতিবছর ৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। প্রতিবছর ভিন্ন ভিন্ন শহরে ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য নিয়ে দিনটি পালিত হয়। এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন পাঠচক্রের আসর করে দিনাজপুর বন্ধুসভা। দিনাজপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্রের আলোচ্য বই ছিল জেমস রোলিন্স রচিত ‘আমাজনিয়া’। বইটির বাংলা অনুবাদ করেছেন রাকিব হাসান।

প্রকৃতি তার নিজের ধারা বজায় রাখতে চায় সর্বদা, যার বাস্তবতা দেখতে পাই আমাজনিয়া বইটিতে। পরিবেশের কোনো ক্ষতি করার চেষ্টা করলে তা মূলত মানবসভ্যতারই ক্ষতি, এ বিষয়টি বইয়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন লেখক।

সাধারণ সম্পাদক সুদর্শন চন্দ্র অধিকারী বলেন, ‘আসুন, সবাই মিলে শপথ করি—পরিবেশ রক্ষায় নিজ নিজ দায়িত্ব পালন করব, ময়লা নির্দিষ্ট স্থানে ফেলব। এই ছোট ছোট কাজগুলোর মধ্য দিয়েই পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেকের দায়িত্বশীল হওয়া উচিত।’
সহসাংগঠনিক সম্পাদক শবনম মুস্তারিন বলেন, ‘সবাইকে পলিথিন ব্যবহার থেকে বিরত থাকা উচিত। পলিথিন পরিবেশের জন্য হুমকিস্বরূপ। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই হতে পারে পরিবেশ সুরক্ষা।’

প্রশিক্ষণ সম্পাদক বিপ্লব রায় বলেন, ‘আমাদের প্রত্যেকের প্রতিবছরে কমপক্ষে একটি করে গাছ লাগানো উচিত। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক শুভজিৎ রায় বলেন, ‘পরিবেশের অংশ শুধু গাছ নয়; এ ছাড়া আমাদের চারপাশের পরিবেশের ভারসাম্য রক্ষায় যেসব উপাদান যেমন নদী-নালা, খাল-বিল, মাটি, বায়ু ইত্যাদি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের সচেতনতাই পারে পরিবেশকে সুস্থ রাখতে।’

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন সিংহ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুম্মা মেসবাহুন, সাংস্কৃতিক সম্পাদক ব্রততী বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দিপু রায়, দপ্তর সম্পাদক খেয়া রায়, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক সুমা আক্তার, বন্ধু কৃষ্ণ বর্মন, বিথী রায়, সদীপ্ত রায়, বিরোধ রায়সহ অন্যান্য বন্ধুরা।

মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা