বাগেরহাট বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের সাংগঠনিক বৈঠক

বাগেরহাট বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের সাংগঠনিক বৈঠকছবি: বন্ধুসভা

সকাল ১০টা পেরিয়ে বেলা কিছুটা গড়িয়েছে মাত্র। চৈত্রের তপ্ত রোদ তখনই তেতে উঠেছে। বিশাল ফাঁকা জায়গা, চারপাশজুড়ে সুনসান। মাঝেমধ্যে ভেসে আসছে দু-একটা পাখির ডাক। এমন নৈসর্গিক পরিবেশে ৫ এপ্রিল বাগেরহাট বন্ধুসভার সঙ্গে সাংগঠনিক বৈঠক করেছে জাতীয় পরিচালনা পর্ষদ।

বৈঠক অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ও প্রাচীন নগরী খলিফাতাবাদের প্রতিষ্ঠাতা হজরত খানজাহান (রহ.)–এর বসতভিটায়। বাগেরহাট বন্ধুসভার বন্ধুদের সঙ্গে এই সভায় উপস্থিত ছিলেন জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক।

বাগেরহাটের ঐতিহাসিক এই স্থানে বসে কথা পাতা উল্টাতে থাকে। বন্ধুরা সবাই যেন ফিরে যায় সাড়ে ৬০০ বছরের পুরোনো সমৃদ্ধ ইতিহাসে। সেখান থেকে খানজাহান আমলে নির্মিত প্রাচীন ইটের রাস্তায় হাঁটতে হাঁটতে আলোচনায় চলে আসে ঘোড়াদিঘি, চুনাখোলা মসজিদ, বিবি বেগনি মসজিদ, খানজাহানের দরগাহসহ (মাজার) অসংখ্য মসজিদ ও দিঘির ইতিহাস। সেই সময়ের নির্মাণশৈলী, সামাজিক-প্রশাসনিক ব্যবস্থাসহ বহু বিষয়।

ছবি: বন্ধুসভা

বেলাও যেমন গড়িয়েছে, ঠিক তেমনি আলোচনাও নিয়েছে বাঁকের পর বাঁক। আলোচনায় স্থান পেয়েছে বন্ধুসভার নিয়মিত কার্যক্রম পাঠচক্র, সহমর্মিতার ঈদ, বৃক্ষরোপণ, প্রশিক্ষণ কর্মশালা, বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন কার্যক্রমের পর্যালোচনা। অনুপ্রেরণামূলক আলোচনা বন্ধুদের করেছে উজ্জীবিত, আত্মপ্রত্যয়ী।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রথম আলো বাগেরহাট প্রতিনিধি ইনজামামুল হক, বাগেরহাট বন্ধুসভার সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন, সাংগঠনিক সম্পাদক ইমরান সিকদার, অর্থসম্পাদক রাকিবুল ইসলামসহ অন্য বন্ধুরা।

বাগেরহাট বন্ধুসভার পরিকল্পনা, কার্যক্রম ও বাংলা নববর্ষ উদ্‌যাপনের আলোচনার মধ্য দিয়ে সাংগঠনিক বৈঠকের পরিসমাপ্তি ঘটে।

সভাপতি, বাগেরহাট বন্ধুসভা