১২টি বই পাঠে জীবনের বহুরূপী অভিজ্ঞতা

১২ দিনে ১২টি বই নিয়ে পাঠচক্র করেছে পাবনা বন্ধুসভাছবি: বন্ধুসভা

ফেব্রুয়ারি মাস। বইপ্রেমীদের জন্য মাসটি যেন এক উৎসবের নাম। পাবনা বন্ধুসভার বন্ধুরা মাসটিকে আরও বিশেষ করে তুলেছেন একটি অভিনব পাঠচক্রের মাধ্যমে। ১২ দিন, ১২টি বই এবং ভিন্ন ভিন্ন জীবনকাহিনি, সঙ্গে জীবনের বহুরূপী অভিজ্ঞতা। এই ছিল পাঠচক্রের মূলমন্ত্র। মাসজুড়ে বন্ধুরা বাংলা সাহিত্যের ক্ল্যাসিক থেকে আধুনিক সাহিত্যের নানা শাখায় বিচরণ করেছেন, প্রতিটি বই থেকে তুলে এনেছেন জীবনের নানা দর্শন ও শিক্ষা।

পাঠচক্রের বইগুলোর তালিকা দেখলে বাংলা সাহিত্যের একটি সমৃদ্ধ চিত্র ফুটে ওঠে। ‘কখনো আমার মাকে’, ‘আমি মৃণালনী নই’, ‘মামলার সাক্ষী ময়না পাখি’, ‘রজনী’, ‘চোখের বালি’, ‘চাঁদের আমাবস্যা’, ‘নীল–দর্পণ’, ‘আমারও একটা প্রেমিকাহিনি আছে’, ‘কৃষ্ণকুমারী’, ‘শেষ বিকেলের মেয়ে’, ‘দ্য এন্ড’ ও ‘আমিই রাষ্ট্র’। এই বইগুলো বাংলা সাহিত্যের বিভিন্ন সময় ও ধারাকে প্রতিনিধিত্ব করে। প্রতিটি বই যেন একেকটি জীবনকাহিনি, একেকটি সমাজের আয়না।

পাঠচক্রের প্রতিটি সেশনে বইগুলোর আলোচনা হয়েছে গভীর মনোযোগ ও আগ্রহের সঙ্গে। সদস্যরা শুধু বইয়ের কাহিনিই আলোচনা করেননি, বরং বইয়ের চরিত্র, লেখকের দর্শন এবং বইয়ের মাধ্যমে ফুটে উঠা সামাজিক ও মানবিক মূল্যবোধ নিয়েও গভীরভাবে আলোচনা করেছেন। ‘চোখের বালি’ পড়ে নারী-পুরুষের সম্পর্কের জটিলতা বুঝতে চেষ্টা করেছেন; আবার ‘নীল–দর্পণ’ পড়ে তাঁরা সামাজিক অবিচার ও মানবাধিকার নিয়ে ভেবেছেন।

পাঠচক্রের সবচেয়ে বড় অর্জন ছিল বইগুলোর মাধ্যমে নিজেদের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করা। ‘আমারও একটা প্রেমিকাহিনি আছে’ পড়ে বন্ধু সাবা বলেন, ‘বইটি আমাকে শিখিয়েছে যে প্রেম শুধু সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি জীবনের নানা দিককে ছুঁয়ে যায়।’

‘আমিই রাষ্ট্র’ পড়ে বন্ধু জোহা বলেন, ‘বইটি আমাকে রাষ্ট্র ও ব্যক্তির সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে শিখিয়েছে।’

মাসিক পাঠচক্রের সঙ্গে এই অভিনব উদ্যোগ বন্ধুসভার প্রতিটি সদস্যের মধ্যে বই পড়ার আগ্রহ যেমন বাড়িয়েছে, তেমনই বইকে সব থেকে কাছের বন্ধু হিসেবে বেছে নেওয়ার স্পৃহা জুগিয়েছে। বই পড়া মানে যে শুধু শব্দ বা বাক্য পড়া নয়, বই দিয়ে যে জীবনকে পড়া যায় এই উপলব্ধি ছিল ধারাবাহিক পাঠচক্রের সব থেকে বড় প্রাপ্তি।

পাঠচক্রগুলো সঞ্চালনার দায়িত্বে ছিলেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মিতুসি। পরিচালনায় ছিলেন সভাপতি নাহিদুজ্জামান নাহিদ।

সভাপতি, পাবনা বন্ধুসভা