১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পরাধীনতার শিকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে বাঙালিরা। সেদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে হানাদার পাকিস্তানি বাহিনী।
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে প্রথম আলোর নোয়াখালী অফিসে উপস্থিত হন বন্ধুসভার বন্ধুরা। সকাল সাড়ে ৭টায় সবাই মিলে চলে যান জেলা কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা মাহফুজের রহমান, সুমন নূর, সভাপতি আসিফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শিমুল, প্রচার সম্পাদক সানি তামজিদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শাহিদা ইসলাম, বন্ধু ইমতিয়াজ হোসেন, সাহিদুল শাওন, নুসরাত ফারিয়া ও জুনাইন কাউসারসহ অন্য বন্ধুরা।
পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা