‘বিদ্রোহী’ কবিতা নিয়ে পাঠচক্রের আসর

নবাব সিরাজ–উদ–দৌলা সরকারি কলেজ মাঠে নাটোর বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী’ নিয়ে পাঠচক্রের আসর করেছে নাটোর বন্ধুসভা। ২৬ মার্চ বিকেলে জেলা শহরের নবাব সিরাজ–উদ–দৌলা সরকারি কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক সুজন কুমার শীলের সঞ্চালনায় শুরুতেই নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনান যুগ্ম সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা। ‘বিদ্রোহী’ কবিতা নিয়ে সবার মতামত জানতে চান বন্ধুসভার উপদেষ্টা ও নবাব সিরাজ–উদ–দৌলা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক সেলিম রেজা। এরপর তিনি কবিতাটির ব্যাখ্যা–বিশ্লেষণ করেন।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সভাপতি মাহবুব রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক স্বপন কুমার, প্রশিক্ষণ সম্পাদক প্রান্ত মৈত্র, বন্ধু শাবনূর খাতুন, সুমা রানী, ছন্দা রানী, সাইমা আক্তার, মোছা. শারমিন, ইমাম হোসেন, হান্নান মিয়া, মো. আলামিনসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, নাটোর বন্ধুসভা