ভাষার মাসে দেশজুড়ে বন্ধুসভার বইমেলা

ভৈরব বইমেলায় বন্ধুসভার স্টলে পছন্দের বই দেখছে পাঠকেরাছবি: বন্ধুসভা

‘বিগত কয়েক বছর ধরে লালমনিরহাটে কোনো বইমেলার আয়োজন ছিল না। তাই এবার তারুণ্যের উৎসব ও বিসিক উদ্যোক্তা মেলায় রাখা হয় বইয়ের জন্য আলাদা জায়গা। সেখানে বইয়ের স্টল দিয়ে প্রথমবারের মতো অংশ নিয়েছে লালমনিরহাট বন্ধুসভা। পাশাপাশি মেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বিতর্ক উৎসব। এটিরও আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা।’

কথাগুলো বলেন লালমনিরহাট বন্ধুসভার সভাপতি ফারাহ্ নাজ নাহার। ১০ থেকে ১৯ ফেব্রুয়ারি জেলা শহরের কালেক্টরেট মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। স্টল সাজানো হয় সায়েন্স ফিকশন, কথাসাহিত্য, থ্রিলার, রোমান্স, রাজনীতি, ছোটদের কমিক, কবিতা, আত্মোন্নয়নমূলক বইসহ বিভিন্ন ধরনের বইয়ের সমাহার দিয়ে।

লালমনিরহাটে তারুণ্যের মেলায় বন্ধুসভার স্টলে পাঠকদের ভিড়

২০ থেকে ২৪ ফেব্রুয়ারি ভৈরবে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বইমেলা। সেখানে ‘বন্ধুসভা বইঘর’ নামে স্টল দেয় ভৈরব বন্ধুসভা। সভাপতি জান্নাতুল মিশু বলেন, ‘বইমেলা মানেই এক বিশেষ ভালো লাগার অনুভূতি। প্রতিবছর এই ফেব্রুয়ারিতে বইয়ের মলাটে লেগে থাকা তাজা ঘ্রাণ মন ভরিয়ে দেয়। জ্ঞান, গল্প, ইতিহাস আর সৃষ্টিশীলতার এ মহোৎসব যেন আমাদের সবার জন্যই এক আনন্দের ঠিকানা। আশা করছি, বাকি দিনগুলোও প্রাণোচ্ছল মুহূর্তে ভরে উঠবে বইয়ের সঙ্গে, পাঠকের সঙ্গে!’

প্রতিবছরের মতো এবারও ভাষার মাস উপলক্ষে দেশব্যাপী প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বইমেলা। কিছু স্থানে স্থানীয় বন্ধুসভাগুলো নিজ উদ্যোগে, আবার কোথাও স্থানীয় কর্তৃপক্ষের আয়োজনে স্টল দিয়ে অংশগ্রহণ করছে। বই দিয়ে সহযোগিতা করছে প্রথমা প্রকাশন। অন্যান্য প্রকাশনীর বইও বন্ধুসভার স্টলগুলোয় থাকছে।

জীবনানন্দ মেলায় বরিশাল বন্ধুসভার স্টল থেকে বই কিনেন এক পাঠক
ছবি: বন্ধুসভা

কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল ব্রজমোহন কলেজ মাঠে ১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জীবনানন্দ মেলা। মেলায় প্রথমা প্রকাশনের সহযোগিতায় বইয়ের স্টল দিয়ে অংশগ্রহণ করে বরিশাল বন্ধুসভা। স্টল থেকে ক্রেতারা তাঁদের পছন্দের বই কিনেছেন। পছন্দের বই কিনতে পেরে খুশি ছোট-বড় সব ক্রেতা।

১০ থেকে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নোয়াখালী তারুণ্যের মেলায় বইয়ের স্টল দিয়ে অংশগ্রহণ করে নোয়াখালী বন্ধুসভা। পাঠক ও প্রকাশকদের মিলনমেলায় পরিণত হয় এ আয়োজন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯ থেকে ১৪ ফেব্রুয়ারি বইমেলা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই মেলায় বইয়ের স্টল দেয় চবি বন্ধুসভা। চবি বন্ধুসভার বইমেলা সম্পাদক রাবিনা ফেরদৌসী বলেন, বইমেলা মানে শুধু বই কেনাবেচা নয়, এটা একধরনের আবেগ, একটা উৎসব, একটা মিলনমেলা। প্রতিটি স্টলে নতুন বইয়ের গন্ধ, পাঠকদের উচ্ছ্বাস, প্রিয় লেখকের অটোগ্রাফের জন্য অপেক্ষা—সব মিলিয়ে অন্য রকম অনুভূতি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত বইমেলায় চবি বন্ধুসভার স্টল
ছবি: বন্ধুসভা

গত ২৭ থেকে ৩০ জানুয়ারি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমা প্রকাশনের বই নিয়ে চার দিনব্যাপী বইমেলা করে শাবিপ্রবি বন্ধুসভা। মেলায় প্রতিদিনই ছিল পাঠকদের উপচে পড়া ভিড়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহমিনা ইসলাম বলেন, শাবিপ্রবি বন্ধুসভার বন্ধুরা বছরব্যাপী পাঠচক্র, বৃক্ষরোপণ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকে। এবার তারা প্রথমা প্রকাশনের বই নিয়ে বইমেলা করল। নিঃসন্দেহে এটি প্রশংসনীয় একটি উদ্যোগ।

এ ছাড়া ভাষার মাসে এরই মধ্যে বইমেলা করেছে সাতক্ষীরা, গাইবান্ধা, মাগুরা, চাঁপাইনবাবগঞ্জ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি বন্ধুসভা। অন্যান্য বন্ধুসভাও উদ্যোগ নিচ্ছে।

সারা দেশের বিভিন্ন বন্ধুসভার উদ্যোগে স্থানীয়ভাবে বইমেলা আয়োজনের জন্য বিশেষভাবে উৎসাহ ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে জাতীয় পরিচালনা পর্ষদ। এ লক্ষ্যে গত মাসের শেষ দিকে পর্ষদের পক্ষ থেকে বইমেলা আয়োজনে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে প্রতিটি বন্ধুসভার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

বইমেলা ও ম্যাগাজিন সম্পাদক, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ