সপ্তাহ দুই আগে বন্ধু সংগ্রহ ক্যাম্পেইন শুরু করে খুলনা বন্ধুসভা। এই ক্যাম্পেইনের মাধ্যমে নতুন প্রায় অর্ধশত বন্ধু সামাজিক এই সংগঠনের সঙ্গে যুক্ত হলেন। গত ৩১ জানুয়ারি তাঁদের বরণ করে নিয়েছে খুলনা বন্ধুসভা।
বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে প্রথম আলোর খুলনা অফিস নতুন-পুরোনো বন্ধুদের পদচারণে মুখরিত হয়ে ওঠে। নবীন বন্ধু নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হাসিবুর রহমান বলেন, ‘সবার সামনে কোনো বিষয় উপস্থানের সময় আমি জড়তা অনুভব করি। তবে বিশ্বাস করি, যদি নিয়মিত বন্ধুসভার কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করি, তাহলে জড়তা কাটিয়ে উঠতে পারব।’
লাল গোলাপের মাধ্যমে নবীনদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা যুথি।
সভাপতি কাজী মাসুদুল আলম বলেন, ‘খুলনা বন্ধুসভা বছরব্যাপী নানা ভালো কাজ করে থাকে। বন্ধুরা সবাই স্মার্ট, কর্মঠ ও সৃষ্টিশীল। সবার সহযোগিতায় আমরা এগিয়ে যাব।’
কয়েকজন বন্ধুর সঙ্গে তাঁদের অভিভাবকেরাও আসেন। তাঁদেরই একজন দীলিপ কুমার সরকার বলেন, ‘প্রথম আলোর নানা সৃষ্টিশীল কার্যক্রম, বিশেষ করে পাঠচক্র আমাদের সন্তানদের সাহিত্যের প্রতি আগ্রহ বৃদ্ধি করবে। আমরা প্রথম আলো বন্ধুসভায় এসে আনন্দিত এবং নিয়মিত আসতে আগ্রহী।’
শিক্ষক দীপক চন্দ্র ভৌমিক সাধুবাদ জানিয়ে বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা সম্পর্কে আগেই জেনেছি। তবে গণিত অলিম্পিয়াডের দিন থেকে আমার সন্তানকে যুক্ত করেছি। আমার ছেলে নিজে আগ্রহ প্রকাশ করে আমাকে নিয়ে এখানে এসেছে। আমি তাকে ধন্যবাদ জানাই।’
নতুন বন্ধুদের পাশাপাশি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা শেখ আল এহসান, প্রফেসর তুহিন রায়, সাধারণ সম্পাদক আসফিক আহমাদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মোহা. রহমাতুল্লাহ, অর্থ সম্পাদক ইমন মিয়া, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জুই আক্তার, কার্যনির্বাহী সদস্য আবু বক্কর সিদ্দিক, সাম্মি আক্তার, আশরাফুল ইসলাম, উল্লাস ভৌমিক, ঋদ্ধিমান সরকার ও দিলীপ সরকারসহ অন্য বন্ধুরা।
সাংগঠনিক সম্পাদক, খুলনা বন্ধুসভা