সেরার পুরস্কার জিতল বন্ধু গালিব রচিত চলচ্চিত্র ‘লালাবাই’

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের ১৬তম আসরে ইন্টারন্যাশনাল চিলড্রেনস ফিল্মস ক্যাটাগরিতে বেস্ট ফিল্মের পুরস্কার জিতেছে শেখ লোকমান গালিব রচিত ও অভিনীত চলচ্চিত্র ‘লালাবাই’। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন অমিত্রাক্ষর বিশ্বাস।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে ইতিমধ্যে সবার প্রিয় মুখ গালিব। নিজের লেখা ও অভিনীত প্রথম চলচ্চিত্র দিয়ে প্রশংসায় ভাসছেন তিনি। গালিব বলেন, ‘চলচ্চিত্র নির্মাণের যাত্রায় অনেক কিছু শিখেছি। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও ভালো কাজ করে মানুষকে আনন্দ উপহার দিতে চাই।’

এবারের চলচ্চিত্র উৎসবে বিভিন্ন ক্যাটাগরিতে ৩০টি দেশের ২ হাজার ৭০০টি ছোট-বড় চলচ্চিত্র অংশ নিয়েছে। জুরিবোর্ড প্রাথমিকভাবে ১৫টি চলচ্চিত্রকে উৎসবে প্রদর্শনের জন্য অনুমোদন দেয়। সেখান থেকে বিভিন্ন দিক বিবেচনায় তিনটি চলচ্চিত্রকে চূড়ান্ত করা হয়, যার মধ্যে ‘লালাবাই’ প্রথম স্থান অর্জন করে। ১২ মিনিটের এই চলচ্চিত্রে জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে বেঁচে থাকার সার্থকতা পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে।

‘লালাবাই’ চলচ্চিত্রের পোস্টার
ছবি: সংগৃহীত

৭ অক্টোবর চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। চলচ্চিত্র বিচারকাজে জুরিবোর্ডের সবাই ছিল শিশু-কিশোর। অর্থাৎ ছোটদের নির্মিত শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলো যাচাই-বাছাই করেছে ছোটরাই। আর তরুণ বাংলাদেশি নির্মাতা বিভাগের চলচ্চিত্রগুলো বিচার করার জন্য জুরিবোর্ডে ছিলেন উদীয়মান নির্মাতারা, যাঁরা চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ বিভিন্ন উৎসবে নির্মাতা হিসেবে অংশ নিয়েছিলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মুন্না বলেন, ‘জাবি বন্ধুসভা সব সময় বন্ধুদের ইতিবাচক কাজে উৎসাহ প্রদান করে। গালিব প্রথম চলচ্চিত্রেই সেরার গৌরব অর্জন করায় তাঁকে বন্ধুসভার পক্ষ থেকে অভিনন্দন।’

বন্ধু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা