‘আর নয় প্লাস্টিক দূষণ, জীবন বাঁচাতে বৃক্ষরোপণ’ প্রতিপাদ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সহায়তায় বৃক্ষ রোপণ ও বিতরণ করেছে জামালপুর বন্ধুসভা। ২৮ জুলাই দুই ধাপে মোট ৩০০০ গাছের চারা রোপণ ও বিতরণের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
প্রথম ধাপে, মেলান্দহ উপজেলার উমির উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটি করে চারা উপহার দেন বন্ধুরা। পরে বিদ্যালয় মাঠে কিছু চারা গাছ রোপণ করা হয়। উদ্বোধন করেন মেলান্দহ উপজেলার উমির উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মহন তালুকদার।
দ্বিতীয় ধাপে, হাবিবুর রহমান কলেজ, মেলান্দহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাঘাডোবা উচ্চবিদ্যালয়, ফজরউদ্দিন মির্জা কাশেম উচ্চবিদ্যালয় এবং বিহঙ্গ, মেলান্দহ ও জামালপুরের প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের মাধ্যমে গাছের চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
উমির উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মহন তালুকদার বলেন, ‘ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এবং প্রথম আলো বন্ধুসভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উদ্যোগটি আমার ভীষণ ভালো লেগেছে। এভাবেই চাইলে বাংলাদেশকে বৃক্ষপুরে রূপান্তর করা সম্ভব।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামালপুর ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের ডেভেলপমেন্ট ইউনিটের ডেপুটি ম্যানেজার (বিজনেস) পাপন কুমার দে, স্থানীয় শাখা ব্যবস্থাপক (মাইক্রোফাইন্যান্স দাবি) মাহজাবিন পারভীন, শাখা ব্যবস্থাপক-ইউপিজি মোস্তাফিজুর রহমান প্রমুখ।
পাপন কুমার দে বলেন, ‘শুধু অক্সিজেন সরবরাহই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, ছায়া প্রদান, ফুল-ফল দান এবং আশপাশের সৌন্দর্যবর্ধন করতে বৃক্ষরোপণ অদ্বিতীয়। আসুন, আমরা বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হই, দেশকে বাঁচাই, ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখ থেকে রেহাই পেতে সহযোগিতা করি। তবেই বদলে যাবে পৃথিবী, সুন্দর হবে বিশ্ব।’
জামালপুর বন্ধুসভার বন্ধুরা বলেন, ‘আমরা যেমন বন্ধুসভার বন্ধু, তেমনি বৃক্ষরাও আমাদের বন্ধু, সমগ্র বিশ্বের বন্ধু। ওরা আমাদের রন্ধ্রে রন্ধ্রে। আমাদের উচিত বৃক্ষদের জীবনকে হুমকিতে না ফেলে বেশি বেশি গাছ লাগানো। তাহলে সবুজের সবুজতায় ভরে যাবে দুনিয়া, আর উপকৃত হব আমরাও।’
বন্ধু, জামালপুর বন্ধুসভা