মাদকের বিরুদ্ধে বন্ধুদের সতর্ক থাকতে হবে

উপস্থিত শিক্ষার্থীদের হাত তুলে মাদককে ‘না’ বলার শপথ করানো হয়
ছবি: বন্ধুসভা

তরুণ প্রজন্মকে মাদকের বিরূপ প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও এর ভয়াল ছোবল থেকে রক্ষা করতে মাদকবিরোধী সচেতনতা সভার আয়োজন করেছে ময়মনসিংহ বন্ধুসভা। ২২ জানুয়ারি প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ময়মনসিংহ শহরের প্রিমিয়ার আইডিয়াল উচ্চবিদ্যালয় মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক মাদকের ভয়াল থাবা থেকে নিজেদের বাঁচাতে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কেউ যেন কোনো অবস্থাতেই মাদকের প্রতি উৎসাহী না হয়, এ জন্য বন্ধুদের সতর্ক থাকতে হবে। এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের হাত তুলে মাদককে ‘না’ বলার শপথ করান।

সভায় প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। সবাইকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করা এবং মানসিক স্বাস্থ্যের নানা দিক নিয়ে আলোচনা ও পরামর্শ দেন ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ বাংলাদেশ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান এম এ এস পাঠান এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক খুরশিদ আলম।

ময়মনসিংহ বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক সাদিকুল ইসলামের সঞ্চালনায় সভায় মাদক সম্পর্কে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন অতিথিরা। প্রিমিয়ার আইডিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁন মিয়া বলেন, ‘আমি চাই আমার প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও যেন কোনো দিন মাদক স্পর্শ না করে। ছাত্র-ছাত্রীদের সব সময় সত্য কথা বলার চর্চা এবং মা-বাবার কথামতো চলতে হবে।’

সভায় আরও বক্তব্য দেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক কবীরুল হাসান ও  প্রথম আলোর প্রতিনিধি কামরান পারভেজ। উপস্থিত ছিলেন ময়মনসিংহ বন্ধুসভার সহসভাপতি মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক হামিদুল হক, সাংস্কৃতিক সম্পাদক রোকনুজ্জামান জুয়েল, বইমেলা সম্পাদক নুসরাত জাহানসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা