নড়াইল বন্ধুসভার একটি ভালো কাজ
দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধিতে বিপাকে পড়েছে দেশের দরিদ্র জনগোষ্ঠী। নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় স্বল্প আয়ের মানুষদের জন্য দৈনন্দিন খরচ মেটানো কষ্টকর হয়ে পড়েছে। প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে এমন আটটি পরিবারের সহায়তা এগিয়ে এসেছে নড়াইল বন্ধুসভা।
২৬ অক্টোবর পরিবারগুলোর মধ্যে খাদ্য উপকরণ হিসেবে চাল, ডাল, তেল, চিনি, আটা, লবণ ইত্যাদি উপহার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার বন্ধু ও উপদেষ্টারা।
খাদ্যসামগ্রী পেয়ে খুশি হন মানুষগুলো। তাঁরা জানান, বর্তমান বাজারে খাদ্যসামগ্রী কেনার সামর্থ তাঁদের নেই। এ রকম সহায়তা পেয়ে বেশ উপকার হলো। সখিনা বেগম নামের এক বৃদ্ধা খুশি হয়ে বলেন, ‘দিনের পর দিন খাবারের দাম বাড়ছে। আমাদের জন্য এই সামান্য সাহায্যও অনেক।’
সভাপতি, নড়াইল বন্ধুসভা