দীর্ঘদিন ধরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী নাজিয়া আক্তার (৩৮)। তাঁর হৃদ্যন্ত্রে আটটি ব্লক ধরা পড়েছে। চিকিৎসা চালানোর মতো অবস্থা ইজিবাইকচালক স্বামী জাহিদুল ঘরামির নেই। চিকিৎসা করাতে কমপক্ষে ৭ থেকে ১০ লাখ টাকা প্রয়োজন।
অসহায় এই রোগীর চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মাদারীপুর বন্ধুসভা। প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে পরিবারটির হাতে নগদ ১০ হাজার টাকা সহায়তা করেছেন বন্ধুরা। পরে আরও দেওয়া হবে বলেও আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর বন্ধুসভার সভাপতি সোহেল খান, সাধারণ সম্পাদক আঞ্জুমান জুলিয়া, প্রথম আলোর প্রতিনিধি অজয় কুণ্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও বন্ধু আরিফুর রহমান প্রমুখ।
যুগ্ম সাধারণ সম্পাদক, মাদারীপুর বন্ধুসভা