শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি বন্ধুসভার উদ্যোগে চারা গাছ রোপণ

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির প্রাঙ্গণ-সংলগ্ন সড়কে বন্ধুসভার উদ্যোগে চারা গাছ রোপণছবি: বন্ধুসভা

‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে বৃক্ষ রোপণ করে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি বন্ধুসভা। ৩১ আগস্ট ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি বন্ধুসভার উপদেষ্টা ও বন্ধুরা
ছবি: বন্ধুসভা

কর্মসূচির উদ্বোধন করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। এ সময় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি বন্ধুসভার উপদেষ্টা, আহ্বায়ক ও বন্ধুরা উপস্থিত ছিলেন।

এদিন ইউনিভার্সিটির প্রাঙ্গণ-সংলগ্ন সড়কে শতাধিক চারা গাছ রোপণ করেন বন্ধুরা।