ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই আনন্দকে ভাগাভাগি করার জন্য প্রথম আলো বন্ধুসভা সর্বোচ্চ প্রয়াস করে থাকে। শিশুদের প্রতি দায়িত্বশীল হয়ে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে ‘সহমর্মিতার ঈদ’।
বন্ধুসভার বন্ধুরা ৮০টি শিশু ও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন। শিশুদের উপহার দেওয়া হয় নতুন রঙিন পোশাক এবং তাদের পরিবারের জন্য ঈদ খাদ্যসামগ্রী। ২৭ মার্চ এ কর্মসূচি পালন করা হয়।
আরিফ নামের এক শিশু বলে, ‘ভাবি নাই আপনারা আমরার লায় এত কিছুর আয়োজন করছইন। আইজকু বাসাত গিয়া আম্মারে কইমু, আমার লাগি আর কষ্ট করণ লাগত নায়, আমারে ভাইয়া–আপারা কাপড় দিসে।’
এদিন শিশুদের হাত মেহেদি দিয়ে রাঙিয়ে দেন বন্ধুরা। খুশিতে হাসনা আক্তার (৮) বলে, ‘আমার ঈদ আজকুই, আমার হাতও মেন্দি, যে সুন্দর লাগের আমারে। আমি আইজকু পুরা হাতও মেন্দি দিমু।’
সুমাইয়া আক্তার (১০) জামা আর মেহেদীরাঙা হাতে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, ‘আব্বা রোজাত কামও যাইতে পারসইন না। ভাবসিলাম এইবার কোন্তা হইত নায়। আপনারার এই ভালোবাসা কোনো দিনও ভুলার নায়।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার উপদেষ্টা মোহাম্মদ বিল্লাল উদ্দিন, সুজন তালুকদার, সাগর বিশ্বাস, দিলীপ চন্দ্র রায়, নিকসন দাশ, বন্ধু মেহেদী হাসান, রুহেল আহমেদ, সামিয়া আক্তার, উদয় সরকার, প্রজ্ঞা চৌধুরী, তরিকুল ইসলাম, শেখ সানজিদা রশিদ ও সৈয়দা তামান্না।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা