ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের চর কল্যাণপুর গ্রামের বাসিন্দা মালেকা বেগম (৬৯)। কম্বল নিতে প্রায় আড়াই কিলোমিটার পথ হেঁটে হাজির হন তিনি। ফরিদপুর বন্ধুসভার বন্ধুরা ওনার হাতে কম্বল তুলে দিতেই দুই চোখ আনন্দে চকচক করে ওঠে। মালেকা বেগম বলেন, ‘এইবার শুরু থেইক্কা হাড়–কাঁপানো শীত পড়তেছে। শীতে হাড় পর্যন্ত ঠকঠক কইরা কাঁপে। এই কম্বল পাইয়া আমি খুশি। শীতে আর কষ্ট পাইতে হবে না। কম্বল গায়ে দিলে ওম হবে।’
২৫ ডিসেম্বর প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মালেকা বেগমের মতো এমন ২০০ মানুষকে শীতবস্ত্র উপহার দিয়েছে ফরিদপুর বন্ধুসভা। চরভদ্রাসন উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চল চর গোপালপুর ও চর কল্যাণপুরে এগুলো বিতরণ করা হয়।
কম্বল হাতে পেয়ে চর কল্যাণপুর গ্রামের বৃদ্ধা আলেয়া বেগম (৬৭) বলেন, ‘গরিব মানুষ। একটা টিনের ঘরে থাকি। চারদিক দিয়া বাতাস ঢোকে। ঘরের মধ্যে কালাইয়া উঠি। এই কম্বল পাইয়া অনেক উপকার হইল। এহন কম্বল মুড়ি দিয়া শান্তিতে ঘুমাইতে পারব।’
চর গোপালপুর গ্রামের শিশু রাসেল সিকদার (১০)। টাকার অভাবে তার লেখাপড়া বন্ধ হয়ে গেছে। সে গাঙ্গপাড়ে (পদ্মা নদীর পাড়) একটি দোকান করে। বাবা করেন কৃষিকাজ। রাসেল সিকদার বলে, ‘ঘরে ভালো কোনো কম্বল ছিল না, যা দিয়া কাল ঠেকান যায়। এই কম্বল গায়ে দিয়া এইবার শান্তিতে ঘুমাতে পারব।’
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরভদ্রাসনের সংগীতশিক্ষক আবদুস সবুর। তিনি বলেন, ‘শীতে সবচেয়ে বেশি কষ্ট পায় চর এলাকার মানুষ। অসহায় এই মানুষগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না। প্রথম আলোকেই দেখেছি চরে এসে মানুষগুলোকে খুঁজে বের করে কম্বল বিতরণ করতে। বিপদে–আপদে চরের মানুষের পাশে ছুটে আসে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। তাঁদের কাজ অন্যদের উৎসাহ জোগাবে।’
ফরিদপুর বন্ধুসভার সভাপতি মানিক কুণ্ডু বলেন, বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে আমরা ফরিদপুর বন্ধুসভার বন্ধুরা বের হয়ে পড়ি। সাড়ে আটটার দিকে চরভদ্রাসনের কাজীবাড়ি ঘাট থেকে ট্রলার ছেড়ে যায় চর ঝাউকান্দা ও চর গোপালপুর ঘাটের উদ্দেশে। সে ট্রলারে চড়ে পদ্মা নদী পার হয়ে বন্ধুসভার ১০ জন এ কাজে অংশ নিই।
মানিক কুণ্ডু আরও বলেন, ‘চর ঝাউকান্দা ইউনিয়নের চর গোপালপুর গ্রামে যেতে সাড়ে ৮টার ট্রলার ধরতে না পারলে পরবর্তী ট্রলার বেলা সাড়ে ১১টায়। ফরিদপুর শহরের চকবাজার এলাকায় অবস্থিত আদি ফরিদপুর বস্ত্রালয় থেকে দুই শ কম্বল নিয়ে আনুমানিক ২৮ কিলোমিটার দূরে চরভদ্রাসন উপজেলায় গিয়ে পদ্মা নদী পাড় হয়ে আমরা কম্বর তুলে দিয়েছি মানুষদের হাতে।’
সাধারণ সম্পাদক, ফরিদপুর বন্ধুসভা