নিজেকে উপস্থাপনের কৌশল নিয়ে বন্ধুসভার কর্মশালা

কর্মশালাটি রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

আপনি কে, কী বিশ্বাস করেন, কী কাজ করেন ও মানুষ আপনাকে কীভাবে মূল্যায়ন করবে—এ বিষয়গুলো ইতিবাচকভাবে সহজে অন্যের কাছে পৌঁছাতে পারাটাই পারসোনাল ব্র্যান্ডিং। এর মাধ্যমে ব্যক্তির দক্ষতা, গুণাবলি, অভিজ্ঞতা ও মূল্যবোধ প্রকাশ পায় এবং অন্য মানুষের সামনে নির্দিষ্ট একটি পরিচয় বা ভাবমূর্তি তৈরি হয়। তথ্যপ্রযুক্তির এই যুগে যিনি নিজের পারসোনাল ব্র্যান্ডিং যত ভালোভাবে করতে পারেন, ব্যক্তিগত ও পেশাগত জীবনে তাঁর গ্রহণযোগ্যতা তত বেশি হয়।

বন্ধুসভার বন্ধুরা নিজেকে গড়ে তুলতে কীভাবে পারসোনাল ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে পারেন, সে বিষয়ে দক্ষতা বাড়াতে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে জাতীয় পরিচালনা পর্ষদ। ‘দ্য পাওয়ার অব পারসোনাল ব্র্যান্ডিং: ডিফাইন, ডিজাইন, ডেলিভার’ শিরোনামে ২৫ জুলাই দিনব্যাপী রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হবে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর রাফিউদ্দিন আহমেদ, লেখক ও ব্র্যান্ড মার্কেটিং প্রফেশনাল প্রলয় হাসান, এবং লেখক ও ইনফ্লুয়েন্সার সাদমান সাদিক। তাঁরা পারসোনাল মোটিভেশন ও ব্র্যান্ডিং নিয়ে বিভিন্ন সেশন নেবেন।

কর্মশালা আয়োজনে সমন্বয় করছেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের প্রশিক্ষণ সম্পাদক সামছুদ্দোহা সাফায়েত। তিনি বলেন, ‘ব্যক্তিগত পর্যায় থেকে একজন মানুষ কীভাবে নিজেকে সঠিকভাবে চেনাবে (ডিফাইন), সেই অনুযায়ী নিজের পরিচিতি ও ভাবমূর্তি কীভাবে গড়ে তুলবে (ডিজাইন) এবং শেষ পর্যন্ত সেই পরিচয়কে বিশ্বাসযোগ্যভাবে কোন উপায়ে উপস্থাপন করবে (ডেলিভার)—এই তিন ধাপসহ কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে দক্ষ, স্মার্ট এবং যুগোপযোগী ব্যক্তিগত ব্র্যান্ডিং করা যায়, এই সব ধারণা ও করণীয় নিয়ে কর্মশালাটি সাজানো হয়েছে।

জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক বলেন, ‘নিজেকে ইতিবাচকভাবে প্রকাশ করার জন্য পার্সোনাল ব্র্যান্ডিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের প্রত্যাশা, এবারের কর্মশালায় তরুণেরা শিখবে কীভাবে নিজের গুণগুলো চিনে ঠিকভাবে তুলে ধরতে হয়।’

বন্ধুদের দক্ষতা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে পরবর্তী সময়ে আরও তিনটি বিষয়ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো—‘গ্রাফিক ডিজাইন কিক অফ! ফর বিগেনারস’, ‘ভিজ্যুয়াল কমিউনিকেশন ফর ব্র্যান্ড ম্যানেজমেন্ট’ ও ‘আইইএলটিএস: ইয়োর গেটওয়ে টু গ্লোবাল এডুকেশন’। কর্মশালাগুলোয় প্রশিক্ষক হিসেবে থাকবেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও ব্র্যান্ড মার্কেটিং প্রফেশনালরা।

আয়োজন সহযোগী হিসেবে থাকছে বাংলা–দেশি ফুডস লিমিটেড।

কর্মশালায় রেজিস্ট্রেশন কীভাবে করব?
কেবল বন্ধুসভার বন্ধুরাই অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা। রেজিস্ট্রেশনের শেষ সময় ২০ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট। রেজিস্ট্রেশন করুন এই লিংকে