‘বই পড়লে তরুণ প্রজন্মের চিন্তাভাবনা শক্তিশালী হবে’

জামালপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত চার দিনব্যাপী অমর একুশে বইমেলায় জামালপুর বন্ধুসভার স্টলছবি: বন্ধুসভা

জামালপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত চার দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয় ২০ ফেব্রুয়ারি, শেষ হয় ২৩ ফেব্রুয়ারি। শহরের বকুলতলায় জামালপুর পাবলিক লাইব্রেরি চত্বরে এই বইমেলায় প্রথমা প্রকাশনীর সহযোগিতায় স্টল দিয়ে অংশগ্রহণ করে জামালপুর বন্ধুসভা।

মেলার প্রথম দিন থেকেই বন্ধুসভার স্টলে প্রথমা প্রকাশনীর বই কিনতে ভিড় জমায় নানা শ্রেণির পাঠকেরা। বড় বোনের সঙ্গে বইমেলায় এসেছিল জামালপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রুফাইদা আদিবা। সে বলে, ‘প্রথমা প্রকাশনীর স্টল আছে জানতে পেরে মেলায় চলে এসেছি বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো নেওয়ার জন্য। পরে আরও বই কিনব।’

চার দিনব্যাপী এই বইমেলায় শেষ দিন উপস্থিত ছিলেন প্রথম আলো জেলা প্রতিনিধি আব্দুল আজিজ। তিনি বন্ধুসভার বন্ধুদের দিকনির্দেশনামূলক পরামর্শ দেওয়ার পাশাপাশি সাধারণ পাঠকদের উদ্দেশে বই পড়ার গুরুত্ব সম্পর্কে বলেন, ‘শিক্ষার্থীদের পাঠ্যবই পড়ার পাশাপাশি বাইরের এসব বই পড়তে হবে। বই পড়লে তরুণ প্রজন্মের চিন্তাভাবনা শক্তিশালী হবে। তাঁদের লেখার দক্ষতা বাড়বে।’

জামালপুর বন্ধুসভার স্টলে বই দেখছেন এক পাঠক
ছবি: বন্ধুসভা

এ ছাড়া জামালপুর বন্ধুসভার স্টলে উপস্থিত ছিলেন জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হিশাম আল মহান্নাভ, সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনোয়ার হুসেন মুরাদ। তাঁরা প্রথমার বই কেনেন এবং বন্ধুদের দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

মেলার শেষ দিন জেলা প্রশাসনের পক্ষ থেকে জামালপুর বন্ধুসভাকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। বইমেলায় প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন বন্ধু সিফাত আব্দুল্লাহ, সভাপতি ডা. জাকারিয়া জাকি, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুবেল হাসান, বইমেলা সম্পাদক কাকন মিয়া, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কামরুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক স্নিগ্ধা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাহিদুল ইসলাম, ম্যাগাজিন সম্পাদক সোমাইয়া, কার্যনির্বাহী সদস্য নাইমা, মতিন, জিনেদিন জিদান, রাসেল মিয়া, ফাহিম আহমেদ, মুস্তাকিম বিল্লাহ, সাজ্জাদ হোসেন, শাকিল আহমেদ, রুবেল হাসানসহ আরও অনেকে।

সাংগঠনিক সম্পাদক, জামালপুর বন্ধুসভা