চালের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনছবি: বন্ধুসভা

‘ভাতের পাতে স্বস্তি ফেরাও’ স্লোগানে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই বেলা ১১টায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এটির আয়োজন করে খাদ্যনিরাপত্তা নেটওয়ার্ক। কর্মসূচিতে অংশ নেন নোয়াখালী বন্ধুসভার বন্ধুরাও।

মানববন্ধনে খাদ্যনিরাপত্তা নেটওয়ার্কের কেন্দ্রীয় সম্পাদক নুরুল আলম মাসুদ বলেন, ‘বর্তমানে দেশে যে পরিমাণে আমন-বোরো ধান উৎপাদিত হয়েছে, চালের এই উর্ধ্বগতি থাকার কথা না। এ ক্ষেত্রে একটি পক্ষ সিন্ডিকেট হিসেবে কাজ করছে এবং সুবিধা ভোগ করছে।’

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্পাদক ও কৃষক দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বলেন, ‘যে কৃষক রোদে পুড়ে আমাদের ক্ষুধার অন্ন জোগায়, আজ তারা উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না।’

নোয়াখালী বন্ধুসভার সহসভাপতি জেরীন ফাহমিদা বলেন, ‘বাংলাদেশের কৃষি খাতে ধান উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন উৎপাদনমুখী কার্যক্রমে নারীদের অবদান মুখ্য। এই গ্রামীণ নারীরা সিংহভাগই উপার্জনের উৎস হিসেবে কৃষিকাজ করেন। কিন্তু কিছু সিন্ডিকেটের ফলে নারী কৃষকদের উপার্জন হুমকিতে। নারীদের অধিক মূল্য দিয়ে চাল কিনতে হয় সিন্ডিকেটের কারণে।’

নোয়াখালী বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা সুমন নূর বলেন, ‘চালের মূল্যবৃদ্ধি নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তের আরেকটা সংকট। মানুষ পেটভরে দুই বেলা ভাত যেন খেতে পারে, সেটা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানাই।’

এ সময় বক্তারা বর্তমানে মূল্যস্ফীতির এই চাপের মধ্যে চালের দামের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ভাঙা ও কৃষকের ন্যায্য দাবি আদায়ের জন্য সরকারের কাছে কৃষি সংস্কার কমিশন গঠনের মাধ্যমে এ সমস্যা সমাধানের জোর দাবি জানান।

মানববন্ধনে বন্ধুদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. শিমুল, সাংগঠনিক সম্পাদক সানি তামজীদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শাহিদা রেশমি, সাবেক সভাপতি আসিফ আহমেদ, বন্ধু হামীম, শান্তসহ আরও অনেকে।

দুর্যোগ ও ত্রাণ সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা