একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি ভৈরব বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি
২১ ফেব্রুয়ারি, প্রথম প্রহর। ভৈরবের পৌর শহীদ মিনার প্রাঙ্গণে নীরব শ্রদ্ধায় দাঁড়িয়ে প্রথম আলো ভৈরব বন্ধুসভার বন্ধুরা। হাতে ফুল, মনে ভাষাশহীদদের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। রাত ১২টা ১মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি জানানো হলো বিনম্র শ্রদ্ধা।
এর আগে ২০ তারিখ বিকেল থেকে শুরু হওয়া একুশে বইমেলায় বন্ধুসভার সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সারা দিন তাঁরা কাটিয়েছেন বইমেলার স্টলে, পাঠক ও বইপ্রেমীদের সঙ্গী হয়ে। কারণ এই বাংলা, এই ভাষাশহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া, আর বই—সেই ভাষারই অমূল্য রত্ন।
সারা দিন বইমেলার দায়িত্ব পালনের পর বন্ধুরা স্টল গুছিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে যান পৌর শহীদ মিনারে। সেখানে মোমবাতির আলোয় আলোকিত বেদিতে এক মিনিট নীরবতা পালন করে ভাষা শহীদদের স্মরণ করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা সুমন মোল্লা, জাহিদুল হক, সহসভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক এরফান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস রহমান, অর্থ সম্পাদক জিসানউল্লাহ আনাস, দপ্তর সম্পাদক নূরাইন রামিম, প্রচার সম্পাদক হান্নান হিমু, সাংস্কৃতিক সম্পাদক মোশারফ রাব্বি, প্রশিক্ষণ সম্পাদক শাহরিয়ার শাদাব, বইমেলা সম্পাদক জিহাদ রহমান, কার্যনির্বাহী সদস্য সাইফুর রহমান, বন্ধু ইমরান হোসাইন, আরাফাত ভূঁইয়া, রিফাত হোসেনসহ অন্যান্য বন্ধুরা।
ভাষা আন্দোলনের চেতনা হৃদয়ে ধারণ করে বন্ধুসভার বন্ধুরা শপথ নিয়েছেন, মাতৃভাষার মর্যাদা ও জ্ঞানের আলো ছড়িয়ে দিতে তাঁরা সব সময় সচেষ্ট থাকবেন। ভাষাশহীদদের স্মরণে, বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে পালিত হলো একুশে ফেব্রুয়ারি—গৌরবের, ভালোবাসার, স্মরণের দিন।
দপ্তর সম্পাদক, ভৈরব বন্ধুসভা