শৈলকূপা উপজেলার কুলচারা গ্রামের চার কন্যাসন্তানের বিশেষ চাহিদাসম্পন্ন পিতা দবির মণ্ডল। দীর্ঘদিন আগে সড়ক দুর্ঘটনায় ডান হাতটি পঙ্গু হয়ে যায়। দবির মণ্ডল সেই থেকে পরিবারের উপার্জনের জন্য এক হাতের ওপর ভরসা করে ভ্যানগাড়িচালক হিসেবে রাস্তায় নামেন। ছোটবেলা থেকেই দবিরের কপালে সুখ জোটেনি। দুই মাস বয়সে মাকে হারান। যখন পাঁচ বছরের বালক, তখন বাবা মারা যান। সেই থেকে আজ পর্যন্ত দীর্ঘ ৫০ বছর শুধু সংগ্রামই করে গেছেন।
যে ভ্যানগাড়ির উপার্জনে পরিবারের মুখে আহার জুটত, সেই একমাত্র অবলম্বনটি কয়েক দিন আগে বৃষ্টির রাতে তাঁর বাড়ি থেকে চুরি হয়ে যায়। এ ঘটনায় দবির মণ্ডল ও তাঁর পরিবারের মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ে। ছোট মেয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়, স্ত্রী হাটবাজারবিহীন হেঁশেলঘরে ভেজা চোখে নির্বাক হয়ে বসে থাকেন। দবির মণ্ডল ভ্যান খুঁজে পাওয়ার আশায় দিগ্বিদিক ছুটে বেড়ান।
পরিবারটির কথা জানতে পেরে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তাঁদের পাশে দাঁড়িয়েছে ঝিনাইদহ বন্ধুসভা। সেই মোতাবেক ২৫ অক্টোবর একটি ভ্যানগাড়ি ক্রয় করে দবির মণ্ডলের হাতে তুলে দেওয়া হয়। ভ্যানগাড়িটিকে রংতুলির আলপনায় নতুন সাজে সাজিয়ে দেন বন্ধুরা। প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে এ উদ্যোগ।
নতুন ভ্যানগাড়ি পেয়ে দবির মণ্ডল খুশিতে এটার নাম রেখেছেন ‘বন্ধু পরিবহন’। তিনি বলেন, ‘ভ্যান চুরি হওয়ার পর খুব কষ্টে ছিলাম। ভাবছিলাম, আমাকে কি ভিক্ষা করেই খেতে হবে! আল্লাহ আপনাদের মাধ্যমে নতুন ভ্যান কিনে দেওয়ায় খুবই খুশি হয়েছি।’
গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান, ২০২৩ কমিটির সভাপতি আবু রেজা ইমরান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রেহান হোসেন ও ব্যবসায়ী পাভেল আহম্মেদ।
উপদেষ্টা, ঝিনাইদহ বন্ধুসভা