প্রথম আলো ট্রাস্টের সহায়তায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে নীলফামারীর সৈয়দপুর বন্ধুসভা। ৩ জানুয়ারি উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজে এগুলো বিতরণ করেন বন্ধুরা।
কম্বল উপহার পেয়ে লক্ষণপুর চড়কপাড়া গ্রামের বাসিন্দা রাহেলা বেগম (৭০) বলেন, ‘হামরা গরিব মানুষ, কম্বল কিনিবার পাই না, বাড়িঘর ভাঙা। এই শীতের সময় ঠান্ডাত কোকরা নাগি থাকির লাগে। খুব কষ্ট হয় রাইতোত। আইজ তোমারা কম্বল দিলেন খুব ভালো লাগেছে। এখন এনা কষ্ট কম হইবে।’
সৈয়দপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক মমতাজ পারভীনের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহসভাপতি রেজাউল করিম। অতিথির বক্তব্যে লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম বলেন, প্রথম আলো সব সময় ভালোর সঙ্গে আলোর পথে চলে। ধন্যবাদ প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টকে এই অঞ্চলে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র নিয়ে আসার জন্য।
প্রথম আলো সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত মানুষেরা আমাদেরই স্বজন। আমরা এসেছি ওদের পাশে দাঁড়াতে। প্রথম আলো ট্রাস্ট প্রতিনিয়ত মানবিক কাজ করছে। আমরা কল্যাণের পথে আছি।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা হাফিজা খাতুন, সভাপতি বিলকিস আক্তার, সহসভাপতি ডালিম রায়, সাংগঠনিক সম্পাদক সাধনা রায়, বন্ধু মিতৌশী রায়, তীর্থ কল্যাণ রায়, তাহমিন আরিফ, শামীম আল সাজিদ, রাইম চৌধুরী, নিয়ন খান বাছেদ, আতাউ ফাতেমা, স্রোতশ্বিনী রায়, শ্রাবণী রায়, সাবেকুন নাহার, বাঁধন রায়, রাজু ইসলাম, আল-আমিন, রাশেদ সরকারসহ আরও অনেকে।
যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দপুর বন্ধুসভা