‘বাংলা ভাষা ব্যবহারের প্রতি সচেতন হতে হবে’

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে ‘ভাষা আন্দোলনের পটভূমি’ বিষয়ের ওপর পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

দেশে বাংলা ভাষা থাকলেও ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ নিয়ে যে সংগ্রাম হয়েছিল, তা এখনো পুরোপুরি প্রতিষ্ঠা হয়নি। এ জন্য আমাদের বাংলা ভাষার প্রয়োগ ও প্রসার আরও বাড়াতে হবে।

২৯ ফেব্রুয়ারি ‘ভাষা আন্দোলনের পটভূমি’ বিষয়ের ওপর অনুষ্ঠিত পাঠচক্রের আসরে এ কথা বলেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন। জেলা শহরের শহীদ সাটু হল মার্কেটের ছাদে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। আরাফাত মিলেনিয়ামের সভাপতিত্বে ভাষা আন্দোলনের পটভূমি নিয়ে আলোচনা করেন উপদেষ্টা আজিজুর রহমান, ফারুকা বেগম, মনোয়ারা খাতুন, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সাঈদ মাহমুদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ঈষিতা খাতুন।

উপদেষ্টা আজিজুর রহমান বলেন, ‘বাংলা ভাষা ব্যবহারের প্রতি সচেতন হতে হবে, সময়ানুবর্তিতা শিখতে হবে। তাহলে নিজেদের সামাজিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।’ উপদেষ্টা মনোয়ারা খাতুন তাঁর বক্তব্যে ভাষা আন্দোলনের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে ভাষার যথাযথ ব্যবহার প্রত্যাশা করেন তিনি।

প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সাঈদ মাহমুদ বলেন, ‘বাঙালি জাতি বহুকাল নিপীড়িত, শোষিত হয়ে আসছিল। এক পর্যায়ে এসে তারা নিজেদের মাতৃভাষা বাংলাকে রক্তের বিনিময়ে অর্জন করেছে।’

পাঠচক্রের শেষে স্বরচিত কবিতা ‘রক্তের দাম’ আবৃত্তি করেন উপদেষ্টা ফারুকা বেগম। সাধারণ সম্পাদক ঈষিতা খাতুন আবৃত্তি করেন ভাষা আন্দোলনবিষয়ক স্বরচিত কবিতা ‘মায়ের খোকা’। এসময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মো. আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক চাঁদনি খাতুন এবং অর্থ সম্পাদক ইসরাত জাহান।

সাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা