বই আড্ডা ও কবিতার আসর

ছবি: বন্ধুসভা

২৩ অক্টোবর ছিল আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ৯৩তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে নোয়াখালী বন্ধুসভা আয়োজন করেছে বই আড্ডা ও কবিতা পাঠের আসর। আরও ছিল কবি ও লেখক হিসেবে শামসুর রাহমান কেমন ছিলেন, তা নিয়ে বন্ধুদের ভাবনা, আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতা।

নাগরিক কবি হিসেবে পরিচিত শামসুর রাহমানের জন্ম ১৯২৯ সালের ২৩ অক্টোবর। পেশায় ছিলেন সাংবাদিক। তিনি অসংখ্য কাব্যগ্রন্থ, প্রবন্ধসহ ছোটদের জন্য নানা ছড়া-কবিতা রচনা করেন। অর্জন করেছেন বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পদকসহ অসংখ্য পুরস্কার।

বই আড্ডা ও কবিতা পাঠের আসরে বন্ধুরা একে একে কবি সম্পর্কে নিজেদের ভাবনা তুলে ধরেন। শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি আবৃত্তি করেন সাংস্কৃতিক সম্পাদক নিথিন রায়। পরবর্তী সময়ে সবাই মিলে কবিকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখেন। ছিল কবির জীবনী ও কাব্যগ্রন্থ সম্পর্কে কুইজ প্রতিযোগিতা। কুইজে বিজয়ী হয়েছেন নোয়াখালী বন্ধুসভার সাবেক সভাপতি জামিল যাকারিয়া।

বই আড্ডায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আহমেদ, জেন্ডার-সমতাবিষয়ক সম্পাদক উম্মে রুম্মান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক উম্মে ফারহীন, তথ্যপ্রযুক্তি সম্পাদক পার্বণ ভৌমিক, মোহাম্মদ শিমুলসহ অন্য বন্ধুরা।

প্রচার সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা