ঈদের রং, সবার সঙ্গ!

মেহেদি রাঙা শিশুর হাতছবি: বন্ধুসভা

ছিন্নমূল শিশুদের মুখে একটুখানি হাসি ফোটানোর ছোট্ট প্রয়াস পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুদের। ঈদ উপলক্ষে মেহেদি উৎসব। ছোট্ট হাতগুলো রঙিন করে দিয়েছেন আনন্দে, ভালোবাসায়।

২৯ মার্চ পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার কার্যনির্বাহী সদস্য ইতি খাতুনের নেতৃত্বে বগুড়ায় শিশুদের নিয়ে মেহেদি উৎসব করেন বন্ধুরা। বগুড়া রেলওয়ে স্টেশনের পাশে অনুষ্ঠিত হয় এ উৎসব।

পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার মেহেদি উৎসব
ছবি: বন্ধুসভা

রঙিন এ আয়োজনে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার উপদেষ্টা রাকিব আল হাসান, সভাপতি তুষার চন্দ্র, যুন্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান, অর্থ সম্পাদক অভিষেক সরকার, দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান, কার্যনির্বাহী সদস্য আবদুল কাদের।

মেহেদি শিল্পী হিসেবে ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটির ইংরেজি ১৩তম আবর্তনের শিক্ষার্থী জান্নাতুল মৌ চৌধুরী ও বন্ধুসভার কার্যনির্বাহী সদস্য ইতি খাতুন।