উপকরণের মধ্যে ছিল এক প্যাকেট কলম ও খাতা। আগে থেকেই তালিকা করা শিশুরা নির্ধারিত সময়েই বিতরণস্থলে এসে উপস্থিত হয়। তাদের কারও পরনে শুধুই হাফ-প্যান্ট, কারও ছেঁড়া জামা এবং প্রায় সবাই খালি পায়ে। সুবিধাবঞ্চিত এসব শিশুদের মুখে একচিলতে হাসি ফোটাতেই রংপুর বন্ধুসভার ভিন্নধর্মী এই আয়োজন।

উপহার পেয়ে আরিফা তার সঙ্গে আসা মাকে কিছু বলছিল। জানতে চাইলে বলে, ‘আইজ মুই মোর নাম লেখিম, মার নাম লেখিম, আব্বার নাম লেখিম, লিখে মাকে দেখাইম।’

এক অভিভাবক বলেন, ‘জিনিসপত্রের দাম বাড়ার জন্য বাচ্চাদের খাতা-কলম কিনে দিতে পারি না, উনারা এসে অনেকগুলো কলম-খাতা দিল; বাচ্চারাও খুশি, আমরাও খুশি।’

রংপুর বন্ধুসভার সভাপতি রওনক জাহান বলেন, ‘আমরা সর্বদাই চেষ্টা করি ভিন্ন কিছু করার। তারই ধারাবাহিকতায় আজকের আয়োজন। বাচ্চাদের মুখে হাসি দেখলে হৃদয়ে প্রশান্তি বিরাজ করে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাইদুর জামান, সহসভাপতি আরিফ হাসানসহ অন্য বন্ধুরা।

সাংগঠনিক সম্পাদক, রংপুর বন্ধুসভা