বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় সাহিত্যকর্ম ‘পথের পাঁচালী’ নিয়ে পাঠচক্রের আসর করেছে ডিআইইউ বন্ধুসভা। ১ মে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন বিল্ডিংয়ের ক্যান্টিনে এটি অনুষ্ঠিত হয়।
তরুণ শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস ও সাহিত্যচর্চার অনুপ্রেরণা ছড়িয়ে দিতে অনুষ্ঠিত এই পাঠচক্রের প্রতিটি ধাপে বই পড়ার আনন্দ, চরিত্র বিশ্লেষণ এবং লেখকের চিন্তাধারার ওপর প্রাণবন্ত মতবিনিময় হয়। সাধারণ সম্পাদক আদিল সরকার বলেন, ‘আমরা চাই বন্ধুরা শুধু পাঠেই সীমাবদ্ধ না থেকে নিজেদের চিন্তাশক্তি ও সৃজনশীলতাকেও বিকশিত করুক। পাঠচক্র আমাদের সেই পথ দেখায়।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মেহেনূর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা। বন্ধুরা জানান, প্রতি মাসেই এমন আয়োজন অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও বহুমুখী সাহিত্য আলোচনা, কবিতা পাঠ ও লেখক আড্ডার আয়োজন করা হবে।
পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, ডিআইইউ বন্ধুসভা