চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা
বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে গম্ভীরা ও নাটিকা প্রদর্শন
‘বাল্যবিবাহ বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। চাঁপাইনবাবগঞ্জে এর হার সবচেয়ে বেশি। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই বাল্যবিবাহের শিকার হচ্ছে বেশি। বাল্যবিবাহ রোধে প্রয়োজন জনসচেতনতা। এ জনসচেতনতা বৃদ্ধির জন্যই বন্ধুসভার এ আয়োজন।’
চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ঐতিহ্যবাহী গম্ভীরা ও নাটিকা প্রদর্শনীর আয়োজনে এ কথা বলেন বক্তারা। ২১ নভেম্বর পৌর এলাকার নয়াগোলা মহল্লায় এমএম হক আইডিয়াল স্কুলে এটি অনুষ্ঠিত হয়। সহযোগিতা করে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন।
বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়। গম্ভীরা গানে নানা-নাতির ভূমিকা পালন করেন বন্ধু রাকিবুল হাসান ও জুনায়েদ। দোহারি হিসেবে ছিলেন সহসভাপতি মো. আসাদুজ্জামান, সহসাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, বন্ধু মাসরুফা খাতুন, সিফা বিনতে হাবিব, মিতু ও মেরাজুল ইসলাম।
পরে এমএম হক আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ১১ শিক্ষার্থীর একটি দল একই বিষয় নিয়ে একটি নাটিকা প্রদর্শন করে।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম জোবায়ের হাসিব, সহকারী শিক্ষক নূর ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম।
জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা