ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম

সিলেট বন্ধুসভার উদ্যোগে বিভিন্ন জায়গায় ডেঙ্গু মশার লার্ভা নিধন ও কীটনাশক প্রয়োগ করা হয়
ছবি: আনিস মাহমুদ

দেশব্যাপী ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ছে। প্রতিদিনই অসংখ্য মানুষ এ রোগে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। মৃত্যুর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই পরিবার, প্রতিবেশী ও সমাজের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন বন্ধুসভার বন্ধুরা।

এর মধ্যে সিলেট বন্ধুসভার উদ্যোগে ডেঙ্গু মশার লার্ভা নিধন ও কীটনাশক প্রয়োগ অভিযান অনুষ্ঠিত হয়েছে। ২ আগস্ট বিকেলে সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা করে সিলেট সিটি করপোরেশন।

ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরা জেলা শহরের বিভিন্ন বাড়ির আঙিনা পরিষ্কার করছেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণের অনেক জায়গায় এডিস মশার লার্ভা পাওয়া যায়। পরে সেগুলোকে তাৎক্ষণিক ধ্বংস করে দেন বন্ধুরা। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, ‘বন্ধুসভা অসাধারণ কাজ করছে। তাদের সৃষ্টিশীলতা আমাকে মুগ্ধ করেছে।’ এ সময় এই অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধে ধারাবাহিক পরিচ্ছন্নতা কর্মসূচি করছে সাতক্ষীরা বন্ধুসভা। ২১ জুলাই বিকেলে এটির উদ্বোধন করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। এদিন বিকেলে সাতক্ষীরা জেলা শহরের টাউন ক্লাব পার্শ্ববর্তী আবাসিক এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা পরিষ্কার করেন বন্ধুরা। একই সঙ্গে আশপাশের পরিবেশ যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, কোথাও যেন পানি জমে না থাকে, তার জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়। এ কার্যক্রম ধারাবাহিকভাবে শহরের অন্যান্য এলাকায়ও করছে তারা।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্ধুদের লিফলেট বিতরণ
ছবি: বন্ধুসভা

এদিকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া বন্ধুসভার উদ্যোগে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র রোয়াজারহাটে লিফলেট বিতরণ করা হয়। ২৯ জুলাই সকালে বন্ধুসভার বন্ধুরা বাজারের ক্রেতা-বিক্রেতা, পথচারী ও যানবাহনচালকের মধ্যে পাঁচ শতাধিক লিফলেট বিতরণ করেন।

লিফলেটে ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধে করণীয়সহ নানা জনসচেতনতামূলক বিষয় নিয়ে লেখা রয়েছে। কর্মসূচি উপলক্ষে বাজার চত্বরে আলোচনা সভা আয়োজিত হয়। সেখানে বক্তারা জনসাধারণকে ডেঙ্গু প্রতিরোধে করণীয়সহ নানা পরামর্শ প্রদান করেন।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে বন্ধুসভার বন্ধুরা নিজেদের উদ্যোগে এবং সাংগঠনিকভাবে ডেঙ্গু প্রতিরোধে নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।