শীতের মিষ্টি সকাল। চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী হাইদগাঁও ইউনিয়নের সাতগাছিয়া দরবার শরীফের পাশের সবুজ পাহাড় যেন আরও প্রাণবন্ত। ১৮ জানুয়ারি সেখানে পটিয়া বন্ধুসভা আয়োজন করে চড়ুইভাতি, যেখানে নতুন-পুরোনো বন্ধুদের মিতালি আর বন্ধুত্বের বাঁধনে সৃষ্টি হয়েছিল এক নান্দনিক মুহূর্ত।
সকালে সূর্যের স্নিগ্ধ আলোয় একে একে বন্ধুদের আগমন। কেউ হাতে হাঁড়িপাতিল, কেউ বাজারের থলে, কেউ আবার সাউন্ড বক্স, উকুলেলে আর কাহন নিয়ে হাজির। পাহাড়ি সবুজের মধ্যে প্রস্তুতি চলতে থাকে। রান্নার আয়োজনেও থাকে মজার চমক— মেয়েদের সঙ্গে ছেলেদের একত্রে কাজ করা; যেখানে লাকড়ি কাটা থেকে শুরু করে মসলা মেশানো, সবই হয়ে ওঠে এক অভূতপূর্ব অভিজ্ঞতা।
রান্নার ফাঁকে বন্ধু ফারুক আহমেদ ও রানা হামিদের অনবদ্য সঞ্চালনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশাত্মবোধক গান, চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক গান ‘মধু হই হই আরে বিষ হাবাইলা’—বন্ধুদের প্রাণবন্ত করে তোলে। মোকাররম রিজুয়ান, ফারুক, রানা, জাহেদ, আবু তাহের, প্রান্ত বড়ুয়া ও সাইদের গানে মুখরিত হয় পুরো আয়োজন।
কবিতা আবৃত্তি পরিবেশন করেন আইরিন সুলতানা। উপদেষ্টা দেবাশীষ সাজু, আইরিন ও তানাস মঞ্চস্থ করেন রম্য নাটিকা। যা সবার মধ্যে হাস্যরস ছড়িয়ে দেয়।
সবুজ পাহাড়ের পটভূমিতে মাটির চুলোয় রান্না করা খাবার যেন ভোজনরসিকদের জন্য এক অনন্য উপহার। দুপুরে খাবারের জন্য সবাই একত্রে বসেন। ঐতিহ্য আর একতার মিশ্রণে এই খাবারের স্বাদ যেন বন্ধুত্বের মধুরতা আরও বাড়িয়ে দেয়।
খাবারের পর শুরু হয় আলোচনা পর্ব। প্রথম আলো পটিয়ার প্রতিনিধি আবদুর রাজ্জাক বন্ধুসভার কার্যক্রম ও নতুন বন্ধুদের জন্য মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। বিশিষ্ট লেখক, কলামিস্ট ও সমাজকর্মী এম মুসা খান বন্ধুসভার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘বন্ধুসভার উপদেষ্টা হয়ে এবং তরুণদের মধ্যে সময় কাটিয়ে আমি ধন্য। বন্ধুত্বের এই পরিবেশ আমার জীবনকেও সমৃদ্ধ করেছে।’
আরও বক্তব্য দেন কাজী সোহেল, নিউটন দে, অ্যাডভোকেট মুহিউদ্দিন, ডাক্তার লিটন দাশ, ল্যাব টেকনোলজিস্ট সাজু বড়ুয়া প্রমুখ।
চড়ুইভাতির ফাঁকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বন্ধুদের পুরস্কৃত করা হয়। বন্ধুসভার এই আয়োজন নতুন-পুরোনো বন্ধুদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। পাহাড়ের সবুজ আর বন্ধুত্বের মেলবন্ধনে দিনটি ছিল আনন্দে, মিতালিতে ও স্মৃতির রঙে রাঙানো এক অধ্যায়।
সাধারণ সম্পাদক, পটিয়া বন্ধুসভা