বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার বার্তা

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়বিষয়ক কমিউনিটি সংলাপছবি: বন্ধুসভা

‘বাল্যবিবাহের পাশাপাশি বিবাহবিচ্ছেদের হারও উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এর অন্যতম প্রধান কারণ হলো অপ্রাপ্ত বয়সে কন্যাসন্তানের বিয়ে দিয়ে দেওয়া। বাল্যবিবাহ নামক অভিশাপটি আমাদের সমাজ থেকে সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে, যাতে নারীরা বেড়ে ওঠার জন্য একটি সুন্দর সমাজব্যবস্থা পায়। সবাইকে সচেতন হতে হবে এবং একত্র হয়ে বাল্যবিবাহ নামক ব্যাধির রোধকল্পে কাজ করতে হবে।’

২৪ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়বিষয়ক কমিউনিটি সংলাপে এ কথা বলেন সভাপতি আরাফাত মিলেনিয়াম। পৌর এলাকার নিমতলার একটি বাড়ির ছাদে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এটি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করেছে ইউনিসেফ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন।

বাল্যবিবাহ, নারী ও শিশুদের প্রতি সহিংসতার ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন বন্ধুসভার বন্ধু মাশরুফা খাতুন। বাল্যবিবাহ, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে আমাদের করণীয়গুলো সম্পর্কে আলোচনা করেন বন্ধু সৈয়দ নাফিউল হাসান।

কর্মসূচিতে বন্ধুদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, বন্ধু ফাতিমা খাতুনসহ অন্যরা।

স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা