বাংলাদেশের পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে সৃষ্ট বন্যায় দুর্গতদের পাশে দাঁড়াতে কাতারে চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে কাতার বন্ধুসভা। ১২ ও ১৩ সেপ্টেম্বর—দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশ নেয় প্রবাসী বাংলাদেশিদের ১৬টি টিম।
আয়োজনে সহযোগিতা করেছে কাতারে বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল এজেন্সি ‘মুন দোহা ট্রাভেলস’ ও বাংলাদেশি রেস্তোঁরা ‘ঘরোয়া রেস্টুরেন্ট’। টুর্নামেন্ট থেকে অর্জিত সব অর্থ বন্যার্তদের পুনর্বাসন তহবিলে দান করা হবে।
টুর্নামেন্টে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। তিনি কাতার বন্ধুসভার এ উদ্যোগকে স্বাগত জানান। রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে তরুণদের একসঙ্গে এগিয়ে আসতে হবে।’ প্রবাসে দেশের সম্মান রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ারও আহ্বান জানান তিনি।
এ সময় বিমান বাংলাদেশের কাতার কান্ট্রি ম্যানেজার মো. কামাল উদ্দীন ও কমিউনিটির অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
ফাইনালে মুখোমুখী হয় এফসি গ্রিনিশ সিলেট ও মাদারীপুর এফসি। জয়লাভ করে এফসি গ্রিনিশ সিলেট। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন আদনান আহমদ (এফসি গ্রিনিশ সিলেট), সেরা গোলরক্ষক জর্জ আহমদ (এফসি গ্রিনিশ সিলেট) ও সর্বোচ্চ গোলদাতা মোহাম্মদ রবিন (মাদারীপুর এফসি)। পরে সবার হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।
আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাতার বন্ধুসভার উপদেষ্টা আবজল আহমদ, সভাপতি বুরহানউদ্দিন, সহসভাপতি নাসিম আলরশিদ, সাধারণ সম্পাদক শাকিল আহমদ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মনজুরুল হাসান, বইমেলা সম্পাদক মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ জিহাদ, প্রচার সম্পাদক মোহাম্মদ সাজিদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মোহাম্মদ ইবরাহিম, অর্থ সম্পাদক সত্য রায়, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আবদুল্লাহ আল নোমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মতিউর রহমান, ম্যাগাজিন সম্পাদক জিয়াউল হক, বন্ধু বেলাল আহমেদ, শাহিন আহমদ, ওলিউল্লাহ, সাইফুল ইসলাম, ইমরান আহমদ, নাজাত, আতাউর রহমান, সাকিব, মাহবুব, সালমান ও আহসান হাবিব।
সভাপতি, কাতার বন্ধুসভা