সারা দেশে বিরাজমান পরিস্থিতিতে বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। এ সময়গুলো দারুণভাবে কাজে লাগিয়েছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে তৃতীয় ধাপে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধুরা সপ্তাহব্যাপী নিজস্ব উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন।
বন্ধুরা নিজ নিজ এলাকার রাস্তার পাশে, বাড়ির আঙিনায়, বাড়ির ছাদে বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ ছাড়া প্রতিবেশীদের গাছের চারা উপহার দেন। সপ্তাহব্যাপী এ কর্মসূচিতে সর্বমোট ১৪৫টি গাছের চারা রোপণ করা হয়েছে।
সভাপতি আরাফাত মিলেনিয়াম এককভাবে ৩৫টি চারা রোপণ করেছেন। তিনি বলেন, ‘এটি বন্ধুসভার তৃতীয় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি। এর আগে দুই ধাপে আট শতাধিক গাছের চারা বিতরণ এবং অর্ধশত চারা রোপণ করা হয়। তৃতীয় ধাপে সপ্তাহব্যাপী প্রত্যেক বন্ধুকে ন্যূনতম পাঁচটি করে গাছ লাগানোর নির্দেশনা দেওয়া হয়। এতে অংশগ্রহণ করেন উপদেষ্টারাও। বৃক্ষরোপণের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন উপদেষ্টা জহিরুল ইসলাম, আবদুস সাত্তার, সহসভাপতি মো. আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক আলী উজ্জামান নূর, প্রশিক্ষণ সম্পাদক সাঈদ মাহমুদ, স্বাস্থ্য ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জাহিদ হাসান, বন্ধু আল মাহমুদ, মঈন আহমেদ, নাফিউল ইসলাম, বর্ণা, জুবায়ের, সাকিব, মুশফিকসহ অন্য বন্ধুরা।
সহসভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা